কোনো অবস্থাতে একজনের ওষুধ অন্যের ব্যবহার করা উচিত নয় - কানিতা আহমেদ

Australia is facing a shortage of essential medications.

Australia is facing a shortage of essential medications. Source: Pixabay/stevepb

আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন।শুধু অসুখ হলেও স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে তা নয়। আমাদের সকলের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। সেই সাথে ওষুধের নিরাপদ ব্যবহার সম্পর্কেও ধারণা থাকা উচিত। কোনো অবস্থাতে একের ওষুধ অন্যের ব্যবহার করা উচিত নয়। এস বি এস বাংলার সাতে এ নিয়ে কথা বলেছেন কানিতা আহমেদ যিনি বাংলাদেশে ফার্মাসিস্ট হিসাবে লেখা পড়া করেছেন এবং কাজ করেছেন। ২০০৪ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পরে, একজন নিবেদিত স্বাস্থ্য কর্মী হিসাবে কমিউনিটিতে পরিচিত। তিনি বিভিন্ন সময় নারীদের সচেতনতা বাড়ানো নিয়ে কাজ করেছেন বর্তমানে তিনি নতুন ও উদীয়মান অভিবাসীদের অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থাটি তাদের কাছে তুলে ধরতে এবং সহায়তা করার জন্য সাংস্কৃতিক সহায়তা কর্মী হিসাবে সাউথ ইস্টার্ণ লোকাল হেলথ ডিসট্রিক্ট এ যোগ দিয়েছেন।কানিতা আহমেদ এর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Qanita Ahmed says sharing prescription medicines in Bangladesh is very common.
Qanita Ahmed says sharing prescription medicines in Bangladesh is very common. Source: SBS

Share