এন্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে রোগ জীবাণু প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলছে মানুষ

Antibiotic resistance

Growing resistance means antibiotics no longer work for some infections. (AAP) Source: SBS

বাংলাদেশে এন্টিবায়োটিক এতোই সহজলভ্য যে, ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়া যে কেউ কিনতে পারবে এবং এটা ব্যবহার হয় অতি সাধারণ ভাইরাল অসুস্থতার জন্য। এন্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে রোগ জীবাণু প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলছে মানুষ। স্বাস্থ্য সেবার সাথে যুক্ত পেশাজীবীরা এ বিষয়ে ভীষণ উদ্বিগ্ন। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অফ ভিক্টোরিয়ার প্রেসিডেন্ট ডঃ জহিরুল কুদ্দুস শওকত এসবিএসকে জানাচ্ছেন এন্টিবায়োটিক ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে। প্রতিবেদনটি বাংলায় শুনতে ওপরের লিংকে ক্লিক করুন।


ডঃ জহুরুল শওকত বলেন, এন্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে রোগ জীবাণু প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলছে মানুষ আর এতে আবির্ভাব হচ্ছে 'সুপারবাগের' যা ভয়াবহ রূপ ধারণ করছে।
antibiotics
ডঃ জহুরুল কুদ্দুস শওকত Source: সংগৃহীত

Share