অস্ট্রেলিয়ার মানুষদের শতকরা ৮০ জনই কোনো না কোনোভাবে গ্যাম্বলিং বা জুয়ায় একবার হলেও অংশগ্রহণ করেছে। আর প্রতি বছর জুয়ার পেছনে অস্ট্রেলিয়ানদের খরচের পরিমাণ প্রায় ২৫ বিলিয়ন ডলার।
এটি খুবই আশংকাজনক একটি সংখ্যা। কারণ, জনসংখ্যার অনুপাতে খরচের এই পরিমাণ সারা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ।
ফেডারেল সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে, এ বছরের ২১ অগাস্ট থেকে অনলাইন জুয়াড়ীদের নিরস্ত করতে নতুন একটা অ্যাপ চালু করতে যাচ্ছে তারা, যেটির নাম বেটস্টপ।
এছাড়া নিউ সাউথ ওয়েলস স্টেট সরকার ক্লাব ও পাবগুলিতে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করছে। এই পদক্ষেপগুলি গুরুত্বপূর্ণ কারণ পরিসংখ্যান বলছে শতকরা পঞ্চাশ ভাগ জুয়াড়ীই মানসিক স্বাস্থ্যগত সমস্যায় ভোগে। এবং তাদের মধ্যে নিজের ও অন্যের ক্ষতি করার ঝুঁকি রয়েছে।
নিউ সাউথ ওয়েলসের ব্ল্যাকটাউনে কর্মরত জেনারেল প্র্যাকটিশনার ড. চৌধুরী বেগ বলেন, এ বিষয়গুলি নিয়ে খোলাখুলি আলোচনা করা জরুরী, কারণ তাহলেই কেবল সঠিক তথ্যের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা আসতে পারে।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
আপনার বা পরিচিত কারও এ বিষয়ে সাহায্যের প্রয়োজন হলে কল করুনঃ
অথবা ভিজিট করুনঃ gamblinghelponline.org.au