বাংলাদেশে সম্প্রতি ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদূর্ভাব দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর কী অবস্থা?
নিউ সাউথ ওয়েলসের ডাবোতে কর্মরত জিপি ডা. চৌধুরী বেগ এসবিএস বাংলাকে বলেন,
“অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর সংক্রমণ নেই বললেই চলে।”
“ডেঙ্গু জ্বর সম্পর্কে আমাদের সচেতনতা তৈরি করতে হবে।”
ডেঙ্গুতে আক্রান্ত হলে অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন করতে নিষেধ করেন ডা. বেগ।
ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি রক্ত দান করতে পারবেন কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,
“ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি রক্ত দান করতে পারবেন। ডেঙ্গু-আক্রান্ত হওয়ার পর ৬ মাস পর্যন্ত রক্ত প্রদান না করাই ভাল।”
ডা. বেগ আরও বলেন, একজন ব্যক্তি একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন।
এসবিএস বাংলার সঙ্গে ডাক্তার চৌধুরী বেগের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।