মেলবোর্নে বাংলা ব্যান্ডগুলোর আয়োজনে 'লিগ্যাসি রক ফেস্টিভ্যাল'

Bangladeshi Band

বাংলা ব্যান্ড এসোসিয়েশন প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে 'লিগ্যাসি রক ফেস্টিভ্যাল' Source: Supplied

অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাভাষীদের সংগঠন বাংলা ব্যান্ড এসোসিয়েশন প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে 'লিগ্যাসি রক ফেস্টিভ্যাল'। আগামী ১৪ই মার্চ ২০২০, শনিবার অনুষ্ঠিতব্য এই ফেস্টিভ্যালে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ৪০জন স্থানীয় বাংলাদেশী বংশোদ্ভূত রক শিল্পীরা অংশ নেবেন। এ অনুষ্ঠান নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন এসোসিয়েশনের পক্ষ থেকে মাহমুদুর রহমান সুজন।


মাহমুদুর রহমান সুজন বলেন, এই অনুষ্ঠানটি নিয়ে তারা বেশ উচ্ছসিত।  "আমরা প্রথমবারের মোট এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি।  অন্যান্য স্থানীয় সংগঠন এবং ব্যান্ডগুলো আমাদের যথেষ্ট সাহায্য করছে। "

তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী তাদের কাজ বেশ এগিয়েছে। এডিলেইড থেকেও কয়েকটি ব্যান্ড তাদের সাথে যোগ দিচ্ছে।

মিঃ সুজন জানান, বিক্ষিপ্তভাবে অনেকেই অনুষ্ঠান করছিলেন। কিন্তু এবারই অনেকটা আনুষ্ঠানিকভাবে এবং গুছিয়ে এমন একটি আয়োজন করতে যাচ্ছেন তারা।
Bangladeshi Band
সবার সহযোগিতায় রক শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরী করাই এসোসিয়েশনের উদ্দেশ্য Source: Supplied
"আমাদের মধ্যে অনেকেই যথেষ্ট ট্যালেন্টেড রক শিল্পী আছেন, কিন্তু মোটিভেশন থাকা সত্ত্বেও কিছু উপকরণের অভাবে তারা চর্চ্চা করতে পারছিলেন না। তো তারা যাতে মোটিভেশন পায়, তাই রক মিউজিকের ইভেন্টগুলো মাথায় রেখে এসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে প্রমোট করে শুধুমাত্র রক ফেস্টিভ্যাল করাই আমাদের উদ্দেশ্য।"

তিনি বলেন, রক মিউজিক চর্চ্চার জন্য গিটার ড্রামসহ আনুসাংঙ্গিক উপকরণগুলো বেশ ব্যয়বহুল।  তাই সবার সহযোগিতায় তাদের জন্য সুযোগ সৃষ্টি করা তথা একটি প্ল্যাটফর্ম তৈরী করাই এসোসিয়েশনের উদ্দেশ্য। 

মি: সুজন জানান লোকাল ব্যান্ডগুলোকে নিয়ে কাজ করা যেহেতু তাদের প্রাথমিক উদ্দেশ্য তাই আপাতত বাংলাদেশ থেকে কোন ব্যান্ডকে তারা আমন্ত্রণ জানাচ্ছেন না।
Bangladeshi Band
মাহমুদুর রহমান সুজন Source: Supplied
মিঃ সুজন জানান, অনুষ্ঠানটির আয়োজন করতে তাদের আনুমানিক ১০ হাজার ডলারের মত ব্যয় হচ্ছে যা তারা মূলত স্পনসর, মেম্বারশিপ ফি এবং তাদের নিজস্ব উৎস থেকেই মেটাচ্ছেন।  

তিনি বলেন, তারা ধারাবাহিকভাবে প্রতিবছর বড়ো একটি লিগ্যাসি রক ফেস্টিভ্যাল করতে চান, তাছাড়া মেলবোর্নের পূর্বে অনেক বাংলাভাষীদের বাস সেখানে ছোট করে হলেও একটি অনুষ্ঠান করতে চান তারা।

'লিগ্যাসি রক ফেস্টিভ্যাল' অনুষ্ঠিত হবে আগামী ১৪ই মার্চ, ২০২০ শনিবার বিকেল পাঁচটায় মেলবোর্নের পশ্চিমে হপার্স ক্রসিংয়ের ড্রিম বিল্ডার্স মিলনায়তনে।  

পুরো প্রতিবেদনটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

আরো পড়ুন:

Share