পারভীন সুলতানা এসবিএস বাংলাকে জানান, সেভেন টিউনস এন্টারটাইমেন্ট ইউটিউব চ্যানেলে রোম্যান্টিক ঘরানার এ গানটি মুক্তি পেয়েছে।
শরীফ আল-দীনের লেখা গানটির সুর নাজির মাহমুদের ও সংগীত করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওতে বিভিন্ন চরিত্রের অভিনয় করেছেন তাসনুভা তিশা এবং সাব্বির অর্ণব। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ।
এর আগে সংগীত শিল্পী পারভিন সুলতানার ‘তোমাকে ভালোবেসেছি’ ও ‘ স্নিগ্দ্ধ শিশির নিয়ে’ নামে দুটি গানের অ্যালবাম প্রকাশ হয়েছে। এছাড়া ‘কাল সারারাত’ এবং ‘কোন জোসনার চাঁদ’ নামে আরও দুটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।
‘তুমি এতো ভালো কেন’ গানটি প্রসঙ্গে শিল্পী বলেন, "এটি একটি রোমান্টিক ধরণের গান, মন স্পর্শ করে যাওয়ার মতো গান। যারা শুনেছেন তাদের প্রতিক্রিয়া বেশ ভালো, সবাই গানটির প্রশংসা করেছেন। যারা এখনো দেখেননি, আশা করছি গানটি দেখলে তাদের ভালো লাগবে।""গানটি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মুক্তি দেয়ার ইচ্ছে ছিল, কিন্তু কিছু জটিলতায় মুক্তি দিতে দেরি হলো।"
অস্ট্রেলিয়া প্রবাসী সংগীত শিল্পী পারভীন সুলতানা Source: Supplied
ছায়ানটের সাবেক শিক্ষার্থী পারভীন সুলতানা যাদের কাছে গান শিখেছেন তারা হচ্ছেন ওস্তাদ রেজোয়ান আলী এবং সানি জোবায়ের। তাদের অভিমত তার কণ্ঠটি রাগাশ্রয়ী এবং গজলের জন্য উপযোগী। তাই পরবর্তীতে এই ধরণের গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পারভীন।
তার শিক্ষক প্রখ্যাত সংগীত শিল্পী, গীতিকার এবং সুরকার সানি জোবায়েরের লিখা এবং সুর করা একটি গান গাওয়ার কথা আছে বলে জানান পারভীন।
অনলাইন কন্টেন্টের নির্মাতা ও পরিবেশক হিসেবে অভিজ্ঞতায় সমৃদ্ধ পারভীন সুলতানা গানের ভিউ প্রসঙ্গে বলেন, "ভিউ নিয়ে জাজ করা উচিত নয়, অনেক সময় বুস্ট করে ভিউ বাড়ানো হয় কিন্তু অর্গানিক ভিউটিই হচ্ছে আসল। কৃত্রিম ভাবে ভিউ বাড়িয়ে কিংবা অশ্লীল ভিডিও তৈরী করে কোটি কোটি ভিউ হতে পারে এটা ঠিক, কিন্তু এতে আসলে কোন শিল্পী তৈরী হয় না। প্রকৃত গানের চর্চ্চা করেই গানের শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার উত্তম পন্থা।"
আরো পড়ুন: