ট্যালেন্ট প্রোগ্রাম আগামী প্রজন্মকে আরো উৎসাহিত করবে

Talent Day

Source: Supplied

সিডনিতে ১৬ ফেব্রূয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যানুয়াল ট্যালেন্ট ডে প্রোগ্রাম। বাংলাদেশ ফোরাম ফর কমিউনিটি এনগেজমেন্ট গত ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে আসছে। এই প্রোগ্রামের প্রতিষ্ঠাতা মরহুম ডক্টর আব্দুল হক। তার মৃত্যুর পর তার সেই সব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তার কন্যা রুবায়েত হক সাথী। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।


বাংলাদেশ ফোরাম ফর কমিউনিটি এনগেজমেন্ট এর উদ্যোগে সিডনিতে ১৬ ফেব্রূয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যানুয়াল ট্যালেন্ট ডে প্রোগ্রাম।

এইচএসসি, গ্রাজুয়েট, সিলেক্টিভ স্কুলসহ অপরচুনেটি ক্লাস স্কুলের যে সকল বাংলাদেশী শিক্ষার্থী কৃতিত্ব দেখিয়েছেন তাদেরসহ আগামী প্রজন্মকে আরো উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন।
Dr Abdul Haque
Dr Abdul Haque. Source: Supplied
এই প্রোগ্রামের প্রতিষ্ঠাতা মরহুম ডক্টর আব্দুল হক। তার মৃত্যুর পর তার সেই সব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তার কন্যা রুবায়েত হক সাথী। এই প্রোগ্রাম নিয়ে এসবিএস বাংলাকে বিস্তারিত জানালেন তিনি।

রুবায়েত হক সাথীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Talent Program
Source: Supplied
Follow SBS Bangla on .

Share