সিডনির লাকেম্বার সিনিয়র সিটিজেন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটির বার্ষিক কালচারাল নাইট ২০১৯।
গত ২২ জুন শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের নাচ, গান, কবিতা এবং নাটিকা।
অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয় রংধুনুর প্রেসিডেন্ট এম এ ওহাব মিয়ার উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি জিহাদ দিব, এমপি সোফি কটসিস, এমপি মার্ক কুরি, স্থানীয় মেয়র খাল আসফোর, কাউন্সিলর নাজমুল হুদা, কাউন্সিলর রাচেল হারিকা, কাউন্সিলর বিলাল আল-হায়েক এবং কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু।এরপর অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
Nusrat Jahan Smriti. Source: Supplied
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল রেফেল ড্র, রোমান্টিক গান এবং বক্তৃতা। এ পর্যায়ে বক্তৃতা করেন, স্টার কিডস-এর কর্ণধার খায়রুল ইসলাম, রংধনুর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোতালেব এবং সাবেক প্রেসিডেন্ট শামসুজ্জামান শামীম।
অনুষ্ঠানের শেষে বক্তৃতা করেন রংধনুর সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ।