রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটির কালচারাল নাইট আগামী ২২ জুন

Lincoln Shafiqullah

Rongdhanu Aus-Bangla Cultural Society Inc secretary Lincoln Shafiqullah. Source: Supplied

নিউ সাউথ ওয়েলসের একটি অলাভজনক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রংধনু অজ-বাংলা গত এক দশকেরও বেশি সময় ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। আগামী ২২ জুন শনিবার তাদের “অ্যানুয়াল কালচারাল নাইট” অনুষ্ঠিত হবে লেকাম্বায়।


রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটির জেনারেল সেক্রেটারি লিংকন শফিকউল্লাহ এসবিএস বাংলাকে বলেন,

“বছরে আমরা সাধারণত দুটি অনুষ্ঠান করি। একটা হলো অ্যানুয়াল ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম এবং আরেকটা হলো কালচারাল নাইট।”

“কালচারাল নাইট অনুষ্ঠানে আমরা সাধারণত দেশী সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করি।”

“ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা সাধারণত বাংলাদেশী বংশোদ্ভূত নতুন প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের অর্জনের জন্য সম্মাননা প্রদান করি এবং তাদেরকে উৎসাহিত করি।”

বাংলায় লিংকন শফিকউল্লাহর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on .




Share