কাউন্সিলর আহমেদ জিলানি বলেন, “আমি সবসময় দেশ-প্রেমীক”

council chamber

Source: Supplied

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মানডুরা সিটি কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশী আহমেদ জিলানি। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।


Ahmed Zilani
Ahmed Zilani Source: Supplied
কম্পিউটার ইঞ্জিনিয়ার আহমেদ জিলানি পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০০০ সালে তিনি অস্ট্রেলিয়ায় আসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মানডুরা সিটি কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার সময়ে আহমেদ জিলানি ছাত্র-সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ইনডিয়ানা স্টেট ইউনিভার্সিটির ছাত্র সংসদের তিনি নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।

অস্ট্রেলিয়ায় কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন মিস্টার জিলানি। ২০০৪ সালে পারিবারিক কারণে তিনি বাংলাদেশে চলে যান। এরপর ২০১০ সালে আবার পরিবারসহ অস্ট্রেলিয়ায় ফিরে আসেন।

পার্থ থেকে ৬৫ কিলোমিটার দূরে মানডুরাতে বসবাস করা শুরু করেন তিনি।

তিনি বলেন, “আমার রক্তেই রাজনীতি।”

তিনি আরও বলেন, “আমি সবসময় দেশ-প্রেমীক।”

কাউন্সিলর আহমেদ জিলানির পুরো সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share