প্রবাসে প্রতিবছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তবে, নানা প্রতিকূলতার কারণে দিবসটি পালনের দিনের হেরফের হয়। এবার একুশে একাডেমি অস্ট্রেলিয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে ২৩ শে ফেব্রুয়ারি, সিডনির অ্যাশফিল্ড পার্কে। প্রভাত ফেরি সকাল ন’টায় এবং বইমেলা হবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।
লেখক, সাংবাদিক অজয় দাশগুপ্ত একুশে একাডেমি অস্ট্রেলিয়ার এই উদযাপন সম্পর্কে বলেন,
“এই ধরনের দিবসগুলো পালনের ক্ষেত্রে প্রবাসে এর আগে যে আবেগ ছিল, তা এখন পরিবর্তিত হয়েছে।”
“বইমেলার যে প্রধান আকর্ষণ, সে আকর্ষণ থেকে তারা দূরে সরে এসেছে বলে মনে হয়।”
তিনি বলেন, বাংলা ভাষায় সব বিষয়ে বই পাওয়া যায় না। বাংলা ভাষায় চিকিৎসা, আইন ও বিজ্ঞান-বিষয়ক বইপত্রের অভাব রয়েছে।লেখক, কলামিস্ট অজয় দাশগুপ্তের পুরো সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Ajay Dashgupta. Source: Facebook