কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটুর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ার বাঙালিদের উচিত এ দেশের মূলধারার রাজনীতির প্রতি নজর দেওয়া: কাউন্সিলর জামান টিটু
Mohammed Shahe Zaman Titu (L). Source: SBS Bangla
নিউ সাউথ ওয়েলস রাজ্যের আসন্ন নির্বাচনে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবার বেশ কয়েকজন বাঙালি মনোনয়ন পেয়েছেন। এর আগে ফেডারাল নির্বাচনে কেন্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের বাঙালি কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু লিবারাল দলের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তার সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন তিনি এসবিএস বাংলার সঙ্গে।
Share