অস্ট্রেলিয়ার বাঙালিদের উচিত এ দেশের মূলধারার রাজনীতির প্রতি নজর দেওয়া: কাউন্সিলর জামান টিটু

Mohammed Shahe Zaman Titu

Mohammed Shahe Zaman Titu (L). Source: SBS Bangla

নিউ সাউথ ওয়েলস রাজ্যের আসন্ন নির্বাচনে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবার বেশ কয়েকজন বাঙালি মনোনয়ন পেয়েছেন। এর আগে ফেডারাল নির্বাচনে কেন্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের বাঙালি কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু লিবারাল দলের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তার সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন তিনি এসবিএস বাংলার সঙ্গে।


কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটুর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .














































Share