অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী তারান্নুম আফরিন এসবিএস বাংলাকে বলেন, "গান আমার প্রথম ভালোবাসা। সেই সুবাদে অনেকদিন পর আবার বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরলাম একটা গান 'আঁচল টেনে ধরো না' নিয়ে। মূল গানটা আশা ভোঁশলের গাওয়া। ব্যাপারটা একটু এক্সসাইটিং ছিল, নার্ভাসও ছিলাম। গানটি ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে'তে মুক্তি পেলো।"
কিংবদন্তীর শিল্পী আশা ভোসলে তাকে ভীষন টানে। তাই এবারের ভালোবাসা দিবসে তার একটি গান কাভার প্রসঙ্গে তিনি বলেন, "গানটা তার কাছে গলার অভিনয়। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় আশা ভোসলের গাওয়া ‘আঁচল ধরে টেনো না’ গানটির মূল সুর করেছিলেন আরেক কিংবদন্তির সুরকার আর ডি বর্মন।"
গানটি ভালোবাসা দিবসে মুক্তি দেয়ার কারণ হিসেবে তিনি বলেন, "গানটির স্টোরি লাইন ভালোবাসা দিবসের সাথে যায়। আর গানটি হচ্ছে আগের দিনের ভালোবাসার মতো, যদিও এটি বাণিজ্যিক ভিত্তিতে নির্মিত হয়েছে। ভালোবাসার মানুষের সাথে দিনটি কাটানোর মুডের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ, তাই এই দিনেই মুক্তির চিন্তা করা হয়েছে।"
একসময় বাংলাদেশে রেডিও, টিভি এবং মঞ্চে নিয়মিত কাজ করতেন তারান্নুম। ‘আঁচল টেনে ধরো না’ কভার নিয়ে ভ্যালেন্টাইন্স ডে'তে আবার দেশের মিউজিক জগতে ফিরছেন তিনি।
মুশফিক লিটু'র সঙ্গীতায়োজনে গানটি প্রচারিত হচ্ছে জনপ্রিয় অনলাইন ভিডিও প্লাটফর্ম 'বংগো বিডি' থেকে। গানটির মিউজিক ভিডিও তৈরি করেছে ভিজ্যুয়াল ওয়ার্কশপ। শাহ ফিরোজের পরিচালনায় মডেল হয়েছেন সামান্থা ও তারেক জামান।
পেশায় বিজ্ঞানী শিল্পী তারান্নুম আফরীন ভবিষ্যতে আরো কিছু কাজের পরিকল্পনা করছেন। তার আরেকটি গান নিয়ে মেলবোর্নে নির্মিত হচ্ছে আরেকটি মিউজিক ভিডিও। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা তারান্নুমের সহোদরা ড. তানজিনা আফরীনও একজন সংগীত শিল্পী।
পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের লিংকে ক্লিক করুন
আরো পড়ুন:
READ MORE
‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত!’