অস্ট্রেলিয়ার সাম্প্রতিক বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশী কমিউনিটি

Bangladeshi Community in Melbourne

বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশী কমুউনিটি আয়োজন করেছে একটি চ্যারিটি ইভেন্টের Source: Supplied

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক বুশফায়ারে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। এই বিধ্বংসী বুশফায়ারে কেউ হারিয়েছেন স্বজন, কেউবা হারিয়েছেন তাদের বাড়িঘর কিংবা ব্যবসা প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়ানরা যে যা পারছেন সাহায্য করছেন তাদেরকে আবারো ঘুরে দাঁড়াতে। ভিক্টোরিয়া রাজ্যের বাংলাদেশী কমুনিটির সদস্যরাও সামিল হয়েছেন এই উদ্যোগে। এই লক্ষে বাংলাদেশ ডিজাস্টার রিলিফ ফান্ড সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশী সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর সহযোগিতায় আয়োজন করেছে একটি চ্যারিটি ইভেন্টের। এই ইভেন্টের পক্ষ থেকে সংগঠনের প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী এসবিএস বাংলাকে জানাচ্ছেন তাদের কমর্সূচি সম্পর্কে।


মাহবুব চৌধুরী বুশফায়ার ডিজাস্টার এপিল নামের চ্যারিটি ইভেন্টের আয়োজন সম্পর্কে  বলেন, অন্যান্য বৃহত্তর অস্ট্রেলিয়ান কমুনিটির মত বাংলাদেশী কমিউনিটিও বুশফায়ারের ভহাবহতা বিশেষ করে প্রাণহানি, বাড়িঘর ও সম্পদের ক্ষয়ক্ষতি দেখে বিচলিত হয়েছেন। যেহেতু তারাও অস্ট্রেলিয়ায় বাস করছেন তাই ক্ষতিগ্রস্তদের জন্য তাদেরও কিছু দায়িত্ব আছে; সেই পরিপ্রেক্ষিত থেকে বুশফায়ার ডিজাস্টার এপিল থেকে অর্থ সংগ্রহের চিন্তা করা হয়েছে।

তিনি জানান এই ইভেন্টটির মূল তত্ত্বাবধান করছে বাংলাদেশ ডিজাস্টার রিলিফ ফান্ড, তাদের সাথে মেলবোর্নের অন্যান্য পেশাজীবী, সামাজিক এবং সংস্কৃতিক সংগঠনগুলোও সহযোগিতা করছে যাতে একটি সফল ইভেন্টের মাধ্যমে সম্মানজনক অর্থ সংগ্রহ করা যায়।

মিঃ মাহবুব বলেন, "আমরা কমুনিটির কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। কেউ যদি গিফট হিসেবে কিছু দান করতে চান, যেমন সংগ্রহে থাকা এবরোজিনাল আর্টস বা পেইন্টিংস - এগুলো আমরা  অকশনে দেব, এমন চিন্তাভাবনাও আমাদের আছে।"
Bangladeshi Community in Melbourne
মাহবুব চৌধুরী Source: Supplied
"আমরা বিভিন্ন সংগঠনের কাছে সহযোগিতার জন্য এপ্রোচ করছি, প্রত্যাশা করছি যে তারা আমাদের ডাকে সাড়া দেবেন, তাদের সংগ্রহে থাকা কোন তহবিল যদি থেকে থাকে তবে তারা সেটা এই তহবিলে প্রদান করবেন। আমরা সামগ্রিকভাবে কমিউনিটিকে প্রতিনিধিত্ব করে জমাকৃত অর্থ ডিজাস্টার এপিল ফান্ডে দেব, এটা হয়তো ভিক্টোরিয়া জু হতে পারে বা ভিক্টোরিয়া ইমার্জেন্সি রিলিফ ফান্ড হতে পারে।"

বাংলাদেশী কমিউনিটির সদস্যদের দ্বারা গঠিত মেলবোর্ন ভিত্তিক সংগঠন বাংলাদেশ ডিজাস্টার রিলিফ ফান্ড ২০০১ সাল থেকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বা জরুরি পরিস্থিতিতে  আর্থিকসহ নানা ধরণের সাহায্য করে আসছে।
বাংলাদেশী কমিউনিটিও বুশফায়ারের ভহাবহতা দেখে বিচলিত হয়েছে
বাংলাদেশী কমিউনিটিও বুশফায়ারের ভহাবহতা দেখে বিচলিত হয়েছে Source: Getty
মিঃ মাহবুব জানান, তাদের উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে ২০০৪ এবং ২০০৫-এ বাংলাদেশের বন্যার সময় তাদের মাধ্যমে কমুউনিটির বয়োজ্যেষ্ঠ সদস্যরা বিপুলভাবে সাড়া দিয়েছেন, তাদের আর্থিক সহায়তা শেল্টার নির্মাণ এবং মাইক্রো ক্রেডিট এক্টিভিটির জন্য কাজে লেগেছিলো।

এছাড়া ২০০৭ সালে বন্যার প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে মঙ্গাপীড়িত এলাকায় তারা সহায়তা করেছেন। ২০০৯-এ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ব্ল্যাক স্যাটারডে'তে যে ভয়াবহ বুশফায়ারে বহু মানুষের প্রাণহানি ঘটেছিলো সেসময়ও তারা রেড ক্রসের মাধ্যমে সহায়তা করেছেন। এছাড়া ২০১৭ সালে বাংলাদেশের বন্যার সময়ে তারা সহায়তা করেছেন। তারই ধারাবাহিকতায় এবারের বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের তারা সাহায্য করবেন। 

আগামী ১৫ই ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মেলবোর্নের শহরতলী স্প্রিংভ্যাল সাউথের কিসবোরো সেকেন্ডারি কলেজের ব্যাংকশিয়া ক্যাম্পাসে এই চ্যারিটি ইভেন্টটি অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুনঃ

Share