বা বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন ২০২০-এ পরিবেশ ছাড়াও জলবায়ু সম্পর্কিত ইস্যু যেমন চরম তাপমাত্রা এবং ইকোসিস্টেমের ক্ষতিকেও তুলে ধরা হয়েছে। তাছাড়া বিশ্ব অর্থনীতি এবং রাজনৈতিক চাপকে স্বল্পমেয়াদি উদ্বেগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন স্থানে বন্যা এবং খরার পর যখন অস্ট্রেলিয়া মহাদেশ এবং পৃথিবীর ফুসফুস বলে খ্যাত আমাজন জঙ্গল বুশফায়ারে বিপর্যস্ত এবং কিশোরী ক্লাইমেট এক্টিভিস্ট গ্রেটা থুনবার্গের টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি হিসেবে নির্বাচনের ঘটনা থেকে আঁচ করা যায় পরিবেশগত বিষয়ই বিশ্বনেতাদের পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলেছে।বৈশ্বিক ঝুঁকি হিসেবে যে পাঁচটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তা হলো :
কিশোরী ক্লাইমেট এক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন Source: Time Magazine
১. চরমভাবাপন্ন আবহাওয়া এবং এর ফলে বাড়িঘর এবং সম্পদের ক্ষয়ক্ষতি, অবকাঠামো ধ্বংস, এবং মানুষের প্রাণহানি।
২. সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষয়ক্ষতি কমানোর এবং খাপ খাইয়ে নেয়ার ব্যর্থতা।
৩. মানব-সৃষ্ট পরিবেশগত ক্ষয়ক্ষতি, এর মধ্যে পরিবেশগত অপরাধ যেমন, সমুদ্রে তেল পড়ে যাওয়া, তেজস্ক্রিয়তার কারণে দূষণ ইত্যাদি।
৪. মারাত্মক জীববৈচিত্রের ক্ষয়ক্ষতি এবং ভূমি ও সমুদ্রের ইকোসিস্টেমের বিপর্যয়; যা পরিবেশের জন্য অপূরণীয় ক্ষতি করেছে এবং সম্পদ নিঃশেষ করে ফেলেছে।
৫. ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির উদ্গিরণ, এবং জিওম্যাগনেটিক ঝড়ের মত মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়।প্রতিবেদনে আশংকা প্রকাশ করা হয় যদি সংশ্লিষ্টরা ভবিষ্যতের প্রস্তুতির পাশাপাশি আজকের পরিবেশগত পরিবর্তন এবং ভূরাজনৈতিক ডামাডোলের সাথে খাপ খাওয়াতে না পারে তবে অর্থনীতি, পরিবেশ এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো আরো তীব্র হয়ে উঠবে। সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে - এই সংকেত স্বীকার করেই নীতি-নির্ধারক এবং ব্যবসায়ী-উদ্যোক্তাদের কর্মপদ্ধতি ঠিক করতে হবে।
জীববৈচিত্রের মারাত্মক ক্ষয়ক্ষতি এবং ভূমি ও সমুদ্রের ইকোসিস্টেমের বিপর্যয় অন্যতম প্রধান ঝুঁকি হিসেবে উঠে এসেছে Source: AAP
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বোর্গ ব্রেন্ড বলেন, "রাজনৈতিক ভূ-দৃশ্যের মেরুকরণ ঘটেছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, জলবায়ুর পরিবর্তনে সৃষ্ট তাপমাত্রায় পৃথিবী পুড়ছে। এই বছরেই বিশ্ব নেতৃত্বকে সমাজের সকল ক্ষেত্রে একযোগে কাজ করতে হবে, স্বল্পমেয়াদে নয়, বরং ঝুঁকিগুলোকে শিকড় থেকে প্রতিরোধ করতে হবে। এমনভাবে যাতে সমাজের ক্ষতিপূরণ এবং পুনরুজ্জীবন সম্ভব হয়।"
আরো পড়ুন: