নিউ সাউথ ওয়েলসের গতকালকের বৃষ্টি ফায়ার ফাইটারদের মনে স্বস্তি দিয়েছে; আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে আজ এবং আগামী দিনগুলোতেও বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা আছে। তবে সেই সাথে উদ্বেগ বাড়ছে যে এই বৃষ্টিতে ছাই এবং পোড়া ধ্বংসাবশেষ ভেসে গিয়ে সিডনির পানি সরবরাহকে দূষিত করতে পারে।
সিডনির ওয়ারাগাম্বা ড্যাম ঘিরে আছে তিনশত হাজার হেক্টর পোড়া ভূমি। এই ড্যামটিই ওই এলাকার পাঁচ মিলিয়ন লোকের পানি সরবরাহের প্রধান উৎস। আর ওই এলাকার ধ্বংসাবশেষই কর্তৃপক্ষের চিন্তার যত কারণ।ওয়াটার নিউ সাউথ ওয়েলসের সিস্টেমস অপারেশন্স ম্যানেজার এড্রিয়ান ল্যাংডন বলেন, তারা পড়ে যাওয়া গাছগাছালি আটকাতে জাল ব্যবহার করছেন যাতে সুপেয় পানি রক্ষা করা যায়।
সিডনির ওয়ারাগাম্বা ড্যাম পাঁচ মিলিয়ন লোকের পানি সরবরাহের প্রধান উৎস Source: AAP
"আমাদের ওয়াটার কোয়ালিটি বিশেষজ্ঞরা পানির স্টোরেজ এবং গভীরতা সর্বক্ষণ পর্যবেক্ষণ করছেন।"
ব্যুরো অফ মেটেওরোলোজির পূর্বাভাসকারী গ্রেস লেগি বলেন, নিউ সাউথ ওয়েলসের পূর্বাংশে ৫০ মিমিঃ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এছাড়াও স্নোওয়ি মাউন্টেইনস এবং সাউথ কোস্ট এলাকায় ৩০ থেকে ৮০ মিমিঃ বৃষ্টির সম্ভাবনা আছে।
তিনি বলেন, "এটা দারুন ব্যাপার যে আগুন লাগা এলাকাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ এর ফলে ওই এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ পোড়া এলাকাগুলোতে গাছপালা পুড়ে খলি হয়ে যাওয়ায় সেখানে হঠাৎ করে বন্যার ঝুঁকি আছে।"
ব্যুরো অফ মেটেওরোলোজির মেটেওরোলোজিস্ট সারাহ স্কালি একে 'ডাবল এজড সোর্ড' বা উভয় সংকট অবস্থা বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, "প্রত্যাশা করছি যে ভারী বৃষ্টিপাত আগুন লাগা এলাকাগুলোতে আগুন নেভাতে সাহায্য করবে, কিন্তু এতে আকস্মিক বন্যা হতে পারে, ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের পোড়া এলাকাগুলোতে ভূমিধ্বস এবং গাছপালা উপড়ে যেতে পারে।"
প্রচন্ড জলস্রোতের কারণে আগুনে পোড়া ছাই এবং ধ্বংসাবশেষ ভেসে গিয়ে ক্যাচমেন্টে বা নালায় পড়বে।
কিন্তু হাইড্রোলজিস্ট প্রফেসর আশীষ শর্মা বলেন, পানি তারপরেও সুপেয় থাকবে।
তিনি বলেন, "ট্যাপের মধ্যে আসার আগেই দূষিত পানি পরিষ্কার করা হবে।"
২০০৪ সালের মিলেনিয়াম ড্রউট বা খরার পর থেকে ড্যামগুলোর লেভেল এখন ৪৩ ভাগে নেমেছে। এই পরিপ্রেক্ষিতে ড্যামগুলোতে পানি দরকার।অল্প পরিমানের আবদ্ধ পানির অর্থ হচ্ছে অধিক দূষণের আশংকা। কর্তৃপক্ষ উদ্বিগ্ন যে আগুন লাগা এলাকাগুলোতে বৃষ্টি হলে আগামী কয়েক মাসে এলগি বা জলীয় উদ্ভিদ বেড়ে যেতে পারে।
স্নোওয়ি মাউন্টেইনস এবং সাউথ কোস্ট এলাকায় ৩০ থেকে ৮০ মিমিঃ বৃষ্টির সম্ভাবনা Source: ABC
বেগা ভ্যালি শায়ার কাউন্সিল তাদের ফেইসবুক পোস্টে সামনের দিনগুলোতে ভারী বৃষ্টিপাতকে স্বাগত জানালেও সতর্ক করে দিয়ে বলেছে যে, এতে সেডিমেন্ট বা পলি ভেসে গিয়ে জলধারায় পড়তে পারে।
একই কথা বলেন ওয়াটার নিউ সাউথ ওয়েলসের সিস্টেমস অপারেশন্স ম্যানেজার এড্রিয়ান ল্যাংডন, "বুশফায়ারের পর অনেক বৃষ্টি পড়াটা উদ্বেগের বিষয়, কারণ এতে ঐসব এলাকার সেডিমেন্ট বা পলি পদার্থ ভেসে গিয়ে পানির স্টোরেজে গিয়ে পড়ে।"
আরো পড়ুন: