ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া উপকূলে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ব্লেক

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উত্তর উপকুল অতিক্রমের পর তীব্রতা হারিয়েছে ঘূর্ণিঝড় ব্লেক। সোমবার রাতে এটি ব্রুম-এর নিকটবর্তী অঞ্চল দিয়ে অতিক্রম করে।

Tropical Cyclone Blake forms of the WA coast.

Tropical Cyclone Blake forms of the WA coast. Source: Supplied / BOM

কিম্বার্লি অঞ্চলে তীব্র বায়ু প্রবাহ এবং ভারি বর্ষণ বয়ে নিয়ে আসছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এবারের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ব্লেক।

ধীর গতিতে বয়ে চলা এই ঘূর্ণিঝড়টি সোমবার রাতে ব্রুম-এর পাশ দিয়ে উপকূল বরাবর বয়ে যায়।
মঙ্গলবার, এই ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাবে এবং ওয়ালাল ডাউন্স (Wallal Downs) এর নিকটবর্তী এলাকা দিয়ে ‘এইটি মাইল বিচ’ (Eighty Mile Beach) বরাবর উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে।
Tropical cyclone forecast track map for Cyclone Blake.
Tropical cyclone forecast track map for Cyclone Blake. Source: Bureau of Meteorology
 বলেছে, “গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ব্লেক দুর্বল হয়ে গেছে।”

“এটি আজ দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাবে এবং কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে যদি এটি উপকূল থেকে যথেষ্ট দূরে চলে যায়। আজ সন্ধ্যায় কিংবা বুধবার ভোরে ওয়ালাল ডাউন্স (Wallal Downs) এর নিকটবর্তী এলাকা ‘এইটি মাইল বিচ’ (Eighty Mile Beach) বরাবর ক্যাটাগরি ওয়ান এই গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।”

মঙ্গল ও বুধবার ইস্টার্ন পিলবারা এবং সাউথ-ওয়েস্টার্ন কিম্বার্লি দূরবর্তী অঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।
ওয়ালাল ডাউন্স এবং ডি গ্রে এলাকায় মঙ্গলবার ও বুধবার সকালে তীব্র বেগে বায়ু প্রবাহিত হতে পারে।

বিগল বে থেকে বিডিয়াডেঙ্গা (Bidyadanga) পর্যন্ত এলাকায় ইয়েলো এলার্ট জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর সবাইকে সতর্ক করে বলেছে ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে আশ্রয়-কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে।

Share
Published 7 January 2020 3:15pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends