বায়ুদূষণ হলে জুলিয়া ওভেনসের খুব সমস্যা হয়।
এ বছরের শুরুর দিকে ভিক্টোরিয়ার Gippsland রিজিওনের Grantville বুশফায়ারের সময়ে তিনি বায়ুদূষণের কুফল অনুভব করেন। যদিও তিনি সেই অঞ্চল থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিলেন।
বৃহত্তর সিডনি অঞ্চলে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যে প্রায় ৭০টি স্থানে বুশফায়ারের ঘটনা ঘটেছে। বায়ুদূষণযু্ক্ত অঞ্চলের অধিবাসীদেরকে তাই বলা হয়েছে আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত ঘরে থাকতে।
মেলবোর্ন এবং ভিক্টোরিয়া রাজ্যের কয়েকটি অঞ্চলে যাদের হাঁপানি কিংবা হে-ফিভার রয়েছে তাদেরকে বজ্রসহ ঝড়ের ব্যাপারে সতর্ক করা হয়েছে। কারণ, এর ফলে হাঁপানি এবং হে-ফিভারে আক্রান্ত হওয়ার জোরালো সম্ভাবনা থাকে।
অস্ট্রেলিয়ায় প্রতি নয় জনে একজন এসব রোগে আক্রান্ত হন। অ্যাজমা অস্ট্রেলিয়ার সিইও মিশেল গোল্ডম্যান মনে করেন, এ বিষয়ে মানুষকে সতর্ক করা দরকার।
ইউনিভার্সিটি অফ তাসমানিয়ার গবেষকরা বলেন, হাঁপানির আক্রমণের সঙ্গে বুশফায়ারের পরিষ্কার সম্পর্ক তারা শনাক্ত করতে পেরেছেন।
এই গবেষণায় আরও দেখা গেছে, নারীরাই এর বেশি শিকার হন, বিশেষত যাদের বয়স ৬৫ বছরের বেশি এবং যাদের আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।