সোমবার বিকেলে সমুদ্র সৈকতে সাঁতার কাটার সময়ে এক ব্যক্তি বজ্রাহত হয়। ডি হোয়াই বিচে (Dee Why Beach) বিকাল ৫.২৪ এ সাঁতার শেষে পানি থেকে সৈকতে ওঠার সময়ে তার উপরে বজ্রপাত হয় বলে নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ বলেছে। তার বয়স বিশের কোঠায়।
তার এক বন্ধু এবং পরবর্তীতে প্যারামেডিকসরা তাকে সিপিআর দেয়। এরপর গুরুতর অবস্থায় তাকে রয়্যাল নর্থ শোর হসপিটালে নেওয়া হয়।
এই ঘটনার মাত্র ১০ মিনিট আগে, আর্কেডিয়াতে (Arcadia) ৭১ বছর বয়সী এক বৃদ্ধা নারীর বুকেও বজ্র আঘাত হানে।
অস্ট্রেলিয়ান লাইফ-সেভিং অ্যারোমেডিকেল চ্যারিটি কেয়ারফ্লাইট বলেছে, আর্কেডিয়াতে তার নিজের বাড়িতে একটি গাছের নিচে এই বৃদ্ধা নারী দাঁড়িয়ে ছিলেন। তখন সেই গাছটি ও তার উপরে বজ্রপাত ঘটে।
পথচারী ও প্যারামেডিকসরা তার শুশ্রুষা করেন। এরপর তাকে গুরুতর অবস্থায় ওয়েস্টমিড হসপিটালে নেওয়া হয়।
বজ্রপাত হওয়া সেই গাছটিতে আগুন ধরে গিয়েছিল। পুলিশ ও ফায়ারফাইটাররা সে আগুন নেভায়।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স ইন্সপেক্টর ক্যারোলিন প্যারিশ একটি স্টেটমেন্টে বলেন,
“এই প্রথমবার আমি ১০ মিনিটের মাঝে দু’দফা বজ্রাঘাত পাওয়ার ঘটনা দেখলাম। ভয়ানক ঘটনা।”
“বজ্রাঘাতে আহত হলে আপনি কী রকম প্রতিক্রিয়া দেখাবেন তা নির্ভর করে পরিস্থিতির উপরে এবং কোথায় আঘাত লেগেছে তার উপরে।”
“বেশিরভাগ লোকের কার্ডিয়াক অ্যারেস্ট হবে। তাই তাৎক্ষণিকভাবে সিপিআর প্রদান করা অনেক গুরুত্বপূর্ণ।”