অস্ট্রেলিয়ার মূলধারায় কাজ করছেন বাংলাদেশের চিত্র শিল্পী পার্থ প্রতীম বালা

Road paint

Source: Supplied

সিডনির মিন্টোর এরিকা লেনে একটি মাল্টি-কালচারাল প্রজেক্টের সাথে কাজ করছেন বাংলাদেশের চিত্র শিল্পী পার্থ প্রতীম বালা। “লাভ মিন্টো প্লেস মেকিং” প্রজেক্টটিতে তিনি ৯৪ ফুট এবং ৪৫ ফুটের দু’টি দেওয়াল চিত্র ও ৩৬০ ফুট রাস্তায় আল্পনা অঙ্কনের কাজ করেছেন যা স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।


প্রবাসী বাংলাদেশীদের শিল্প-অঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে ভিজুয়াল আর্টিস্ট পার্থ প্রতীম বালার গভীর সম্পর্ক রয়েছে। এরই কারণে মাঝে মধ্যে তিনি অস্ট্রেলিয়ায় আসেন।
Mural
Source: Supplied
সিডনির মিন্টোর এরিকা লেনে একটি মাল্টি-কালচারাল প্রজেক্টের সাথে কাজ করছেন বাংলাদেশের চিত্র শিল্পী পার্থ প্রতীম বালা। “লাভ মিন্টো প্লেস মেকিং” প্রজেক্টটিতে তিনি ৯৪ ফুট এবং ৪৫ ফুটের দু’টি দেওয়াল চিত্র ও ৩৬০ ফুট রাস্তায় আল্পনা অঙ্কনের কাজ করেছেন যা স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।

খুলনা আর্ট কলেজে পড়াশোনার পর তিনি ভারতের পশ্চিমবঙ্গে রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়েও এ বিষয়ে পড়াশোনা করেন। বহু-সাংস্কৃতিক অস্ট্রেলিয়ার বিভিন্ন থিম নিয়ে তিনি ম্যুরাল বা দেয়ালচিত্র অঙ্কন করেছেন। সিডনির লাকেম্বায় এবং পেনরিথ কাউন্সিলেও তিনি কাজ করেছেন।
Partha Pratim Bala
Source: Supplied
ভিজুয়াল আর্টিস্ট পার্থ প্রতীম বালার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
সিডনির মিন্টোর এরিকা লেনে একটি মাল্টি-কালচারাল প্রজেক্টের সাথে কাজ করছেন বাংলাদেশের চিত্র শিল্পী পার্থ প্রতীম বালা।
সিডনির মিন্টোর এরিকা লেনে একটি মাল্টি-কালচারাল প্রজেক্টের সাথে কাজ করছেন বাংলাদেশের চিত্র শিল্পী পার্থ প্রতীম বালা। Source: SBS Bangla
Follow SBS Bangla on .

Share