সিডনিতে অনুষ্ঠিত হলো প্রভাত ফেরী কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসব

সিডনির ওয়ালি পার্কের এরেনা মঞ্চে অনুষ্ঠিত হলো প্রভাত ফেরী কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসব। পরন্ত বিকেলের মৃদুমন্দ শীতল বাতাসে ২ নভেম্বর শনিবার বিকেল ৪টার পর থেকে রাত ১০টা অবধি চলে এই আয়োজন। এই উৎসবে লোক নাট্য, শিশু শিল্পীদের মনোরম পরিবেশনাসহ ছিল আবৃত্তি, চিত্র প্রদর্শনী ও গান। আরো ছিল জিএমবি আকাশের চিত্র প্রদর্শনী।

Kobita Bikel

Source: Supplied

সিডনির ওয়ালি পার্কের এরেনা মঞ্চে অনুষ্ঠিত হলো প্রভাত ফেরী কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসব। গরমের তীব্রতার কারণে হয়তো নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু না হলেও পরন্ত বিকেলের মৃদুমন্দ শীতল বাতাসে ২ নভেম্বর শনিবার বিকেল ৪টার পর থেকে রাত ১০টা অবধি চলে এই আয়োজন। এই উৎসবে লোক নাট্য, শিশু শিল্পীদের মনোরম পরিবেশনাসহ ছিল আবৃত্তি, চিত্র প্রদর্শনী ও গান। আরো ছিল জিএমবি আকাশের চিত্র প্রদর্শনী।

শুরুতেই ছিল দেবাশিষ দাসের ছবি "নিঠুর বোনে বিধুর নিরুপম"। বড় পর্দায় আগত দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন ছবিটি। শিশুদের পরিবেশনায় গান ও আবৃত্তির কোলাজ 'টোনা টুনির দেশ’ ছিল একটি নির্মল পরিবেশনা। এরপর মঞ্চে আসেন বুশ পোয়েটস ক্যাথি এডওয়ার্ডস ও মারে এডওয়ার্ডস ভিন্ন এক পরিবেশনা নিয়ে। কবিতা বিকেলের সদস্যদের সম্মিলিত পরিবেশনা 'প্রলয় নতুন সৃজন বেদন' অন্যরকম আবহ সৃষ্টি করে তুলে। তখন পুব আকাশে রক্তিম হয়ে উঠে সূর্যটা।
Kobita Bikel
Source: Supplied
কবিতা বিকেলের সভাপতি মাহমুদা রুণু একে একে মঞ্চে ডেকে নেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অথিতিদের। মঞ্চে আসেন প্রভাত ফেরী পত্রিকার প্রধান সম্পাদক ও অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যাশনাল একাডেমীর পরিচালক শ্রাবন্তী কাজী আশরাফী, অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যাশনাল একাডেমীর পরিচালক সোলায়মান দেওয়ান, বাংলাদেশ মেডিকেল সোসাইটি অস্ট্রেলিয়ার সভাপতি ডাক্তার আয়াজ চৌধুরী, মাল্টিকালচারাল নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধি শবনম তাভাকল, নিউ সাউথ ওয়েলস সংসদের অ্যাসিস্ট্যান্ট স্পিকার মার্ক কুরি এমপি, নিউ সাউথ ওয়েলস সংসদের হোলসওর্দির এমপি মেলানিয়া গিবনস এবং অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মান্যবর মোহাম্মদ সুফিউর রহমান।

প্রদীপ প্রজ্জলিত করে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মান্যবর মোহাম্মদ সুফিউর রহমান। এ সময় মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ একে একে প্রদীপ জ্বালিয়ে মঞ্চে দাঁড়িয়ে থাকেন, আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া উপহার দেয়া হয়।
Kobita Bikel
Source: Supplied
এমপি মেলানিয়া গিবনসের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় বক্তৃতা পর্বের। বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলস সংসদের অ্যাসিস্ট্যান্ট স্পিকার মার্ক কুরি এমপি, বক্তব্য রাখেন মাল্টিকালচারাল নিউসাউথ ওয়েলসের প্রতিনিধি শবনম তাভাকল, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাত ফেরী কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসবের প্রধান পৃষ্ঠপোষক প্রভাত ফেরী পত্রিকার প্রধান সম্পাদক শ্রাবন্তী কাজী আশরাফী। অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যাশনাল একাডেমীর পরিচালক সোলায়মান দেওয়ান এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অস্ট্রেলিয়ার সভাপতি ডাক্তার আয়াজ চৌধুরী। বক্তৃতা পর্বের সর্বশেষ বক্তা ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মান্যবর মোহাম্মদ সুফিউর রহমান।
Kobita Bikel
Source: Supplied
এবারের উৎসবে একুশের বইমেলার অন্যতম উদোক্তা নেহাল নিয়ামুল বারীকে গুণীজন হিসাবে সম্মাননা দেওয়া হয়। অতিথিদের বক্তব্যে ও গুণীজন সংবর্ধনার পর কবিতা বিকেলের নতুন প্রযোজনা 'হাড়েরও ঘরখানি' পরিবেশিত হয়। এরপর পরিবেশিত হয় আঙ্গিক থিয়েটারের নাটক "দেবী সর্পযস্তা।" ভিন্নধর্মী পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন অস্ট্রেলিয়ান শিল্পী জন প্রভুদান ও তাঁর সহশিল্পীরা।
Kobita Bikel
Source: Supplied
ওয়ালি পার্কের এরেনা মঞ্চে দর্শকদের অপেক্ষার পালা শেষে মঞ্চে আসেন ভারতের পচিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার মৌসুমী ভৌমিক। তিনি সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন পুরোটা সময়। তার জনপ্রিয় গানগুলো গাওয়ার মাঝে মাঝে সমকালীন নানা বিষয়ে নিয়ে কথা বলেন, তুলে ধরেন আদিবাসী, শরনার্থীসহ অন্যানো ইস্যুগুলো।

'আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ-এ চেপে নীলজল দিগন্ত ছুঁয়ে ...' শিল্পী তার এই জনপ্রিয় গান দিয়ে শেষ করেন পরিবেশনা। এ সময়ে উপস্থিত দর্শকরা সুর মিলান তার সঙ্গে। দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হয় প্রভাত ফেরী কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসব ২০১৯ এর অনুষ্ঠান।
Kobita Bikel
Source: Supplied
Follow SBS Bangla on .

Share
Published 9 November 2019 1:13pm
By Abu Arefin

Share this with family and friends