বাংলাদেশে নাচের মান অনেক এগিয়ে গেছে: নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব

Dhriti Nartanalaya

Source: SBS Bangla

সম্প্রতি ক্যানবেরায় ন্যাশনাল মাল্টি-কালচারাল ফেস্টিভ্যালে অংশ নিতে বাংলাদেশ থেকে এসেছেন ধৃতি নর্তনালয়ের শিল্পীরা। শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘটনা উপস্থাপন করেছেন। ধৃতি নর্তনালয়ের প্রধান নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব এসবিএস বাংলাকে বলেন, বাংলাদেশে নাচের মান অনেক এগিয়ে গেছে।


ক্যানবেরায় গত ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল মাল্টি-কালচারাল ফেস্টিভ্যাল। শনিবার, ২২ ফেব্রুয়ারি বিকাল ৪:৩০ থেকে ৬:০০ পর্যন্ত স্টেজ-৬ এ এতে অংশ নৃত্যানুষ্ঠান উপস্থাপন করেন বাংলাদেশ থেকে আগত ধৃতি নর্তনালয়ের শিল্পীরা। ক্লাসিক ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে তারা উপস্থাপন করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের স্বাধীনতা-সংগ্রামের চিত্র।
Warda Rihab
Warda Rihab Source: Supplied
ধৃতি নর্তনালয়ের প্রধান নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব এসবিএস বাংলাকে বলেন,

“অস্ট্রেলিয়ায় এসে প্রথম বারের মতো বঙ্গবন্ধুকে নিয়ে একটি বড় ধরনের কাজ উপস্থাপন করলাম এবং দর্শকরাও সুন্দরভাবে নিয়েছে এবং তাদের (দর্শকদের) অভিব্যক্তি আমাদের মন ছুঁয়ে গেছে।”

“বিশ্বব্যাপী এবার আমরা বঙ্গবন্ধুকে নিয়েই কাজ করে যাব, এটাই আমাদের পরিকল্পনা।”

নৃত্যকলা নিয়ে অধ্যাপনা করছেন ওয়ার্দা রিহাব। বাংলাদেশে নৃত্যকলার চর্চা সম্পর্কে তিনি বলেন,

“বাংলাদেশে নৃত্যকলার চর্চার ক্রমবিকাশ যদি বলি, তা অনেকখানি এগিয়ে গেছে। বাংলাদেশে এখন নৃত্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এবং প্রচুর ছাত্রছাত্রী নৃত্যকলা নিয়ে পড়াশোনা করছে, রিসার্চ করছে, কাজ করছে। যেটা আগে বাংলাদেশে ছিল না।”

তিনি বলেন,

“বাংলাদেশে নৃত্যের একটি মান দাঁড়িয়ে গেছে। আমরা অনেক শিক্ষিত নৃত্যশিল্পী পাচ্ছি।”

“আমি বলবো, বাংলাদেশে নাচের মান অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ নৃত্যের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে আন্তর্জাতিক মানের পর্যায়ে চলে গেছে।”
Dhriti Nartanalaya
Source: SBS Bangla
নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share