অস্ট্রেলিয়ায় প্রতিবছর বৈশাখী মেলার আয়োজন করে থাকে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া। দীর্ঘ ১৩ বছর তারা সিডনির বারউড গার্লস হাই স্কুলে এই মেলার আয়োজন করেছেন। ২০০৬ সাল থেকে অন্যতম বৃহৎ এই বৈশাখী মেলা সিডনি অলিম্পিক পার্কের অ্যাথলেটিক সেন্টারে স্থানান্তরিত হয়। সেখানে দীর্ঘ ১৪ বছর (এএনজেড স্টেডিয়ামে চার বছরসহ) এই মেলা অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি, এই মেলার অন্যতম আয়োজক শেখ শামীমুল হক এসবিএস বাংলাকে বলেন,
Source: SBS Bangla
“১৩ বছর বারউডে থাকার পর এটা রিলোকেট করা হয়েছে অলিম্পিক পার্কে এবং সেখানে ১৪ বছর।। শেষ চার বছর ছিল আবার এএনজেড স্টেডিয়ামে।”
তিনি আরও বলেন, এএনজেড স্টেডিয়ামে এ বছর পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ নেওয়া হচ্ছে। সে কারণে তারা এবারের বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছেন রোজহিল গার্ডেন্স-এ, আগামী ১১ এপ্রিল শনিবারে।
শেখ শামীমুল হক আরও বলেন, এ বছর রোজহিল গার্ডেন্সে মেলায় অংশগ্রহণকারীরা বিনামূল্যে গাড়ি পার্ক করতে পারবেন।
শেখ শামীমুল হকের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।