নেহাল নেয়ামুল বারী Source: Supplied
বাঙালির প্রাণের মেলা একুশের বই মেলা
একুশের বই মেলা Source: Supplied
এই প্রবাসে বই মেলার উদ্যোক্তা নেহাল নেয়ামুল বারী। ১৯৯৯ সালের ২১ শে ফেব্রূয়ারীতে মিশুক প্রকাশনের ব্যানারে এসফিল্ড পার্কে প্রথম বই মেলা অনুষ্ঠিত হয়। পর পর দুই বছর মিশুক প্রকাশনের ব্যানারে অনুষ্ঠানের পর একুশে বই মেলা পরিষদের আরো কয়েক বছর এই মেলা চালায়। পরবর্তীতে একুশে একাডেমী অস্ট্রেলিয়া এই মেলাটি আয়োজনের দায়িত্ব নেয়। এশফিল্ড পার্কার আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধের পাশে প্রতি বছর আয়োজিত এই মেলা এখন বাঙালির প্রাণের মেলায় পরিণত হয়েছে। এস বি এস বাংলার সঙ্গে এই মেলার ইতিহাস নিয়ে কথা বলেছেন এই মেলার প্রতিষ্ঠাতা নেহাল নেয়ামুল বারী। সাক্ষাৎকারটি শুনতে উপরের লিঙ্কটিতে চাপ দিন
Share