এ বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া সুদের হার আর না বাড়িয়ে শতকরা ৪.৩৫ হারেই স্থির রেখেছে।
২০২৩ সালে এর আগে সর্বমোট পাঁচবার সুদের হার বাড়ানোর পরে এই সংবাদ অনেক অস্ট্রেলিয়ানের জন্যেই স্বস্তির খবর হয়ে এসেছে। মুদ্রাস্ফীতি কমে গিয়ে এখন ৪.৯ এ নেমে আসায় সরকার বলছে যে তাদের নেয়া উদ্যোগ কাজে আসছে।
যদিও প্রাত্যহিক ব্যবহার্য দ্রব্যাদির দাম বেড়ে গেছে অনেক। সীমিত আয়ে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন অনেকেই।
মোরসেল আহমেদের সঙ্গে সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
বিশেষ দ্রষ্টব্য:
এই প্রতিবেদনের দেয়া তথ্যগুলি সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোনো বিষয়ে দেয়া পরামর্শ নয়। আপনার ব্যক্তিগত পারিপার্শ্বিকতা বিবেচনায় সুনির্দিষ্ট তথ্যের জন্যে দেখুন সরকারী ওয়েবসাইট এবং যোগাযোগ করুন রেজিস্টার্ড এজেন্টদের সাথে।
রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।