বাংলাদেশে অস্ট্রেলিয়ান ভিসা নিয়ে প্রতারণা করা হচ্ছে বলে বলা হচ্ছে। অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের জন্য যারা যেতে চান, তাদেরকে সতর্ক করতে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন থেকেও একটি প্রদান করা হয়েছে।
রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আর প্রথম পর্বের জন্য ক্লিক করুন নিচের লিঙ্কে:
বিশেষ দ্রষ্টব্য:
এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরও প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান, তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন।
আপনি কীভাবে একজন মাইগ্রেশন এজেন্ট খুঁজে পাবেন সেজন্য ভিজিট করুন:
আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স:
রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS