ভুয়া ভিসা বা প্রতারণার ফাঁদ চেনার উপায় কী?

australian visa

Australian visa in between two British passport pages. Source: iStockphoto / LuapVision/Getty Images/iStockphoto

ভিসা প্রতারণার নতুন ফাঁদ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান। তার সাক্ষাৎকারের প্রথম পর্বে ছিল ভিসা প্রতারণার কিছু দিক। আজ দ্বিতীয় ও শেষ পর্বে রয়েছে ভিসা সংক্রান্ত প্রতারণা থেকে বাঁচার উপায়।


বাংলাদেশে অস্ট্রেলিয়ান ভিসা নিয়ে প্রতারণা করা হচ্ছে বলে বলা হচ্ছে। অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের জন্য যারা যেতে চান, তাদেরকে সতর্ক করতে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন থেকেও একটি প্রদান করা হয়েছে।

রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

আর প্রথম পর্বের জন্য ক্লিক করুন নিচের লিঙ্কে:
বিশেষ দ্রষ্টব্য:

এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরও প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান, তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন। 

আপনি কীভাবে একজন মাইগ্রেশন এজেন্ট খুঁজে পাবেন সেজন্য ভিজিট করুন: 

আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স: 
রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share