ডিপোজিটের সুদ হার কাটার ফলে ৮৭ বছর বয়স্ক জর্জ রে তার বছরে ৫০০ ডলার বা সপ্তাহে ৪০ ডলার করে হারাবেন। সিডনির এই পেনশনভোগী বলেন তাকে খাবার তালিকায় কাটছাট করে পুষিয়ে নিতে হবে।
এদিকে রিজার্ভ ব্যাংকের সুদ যে হারে কমেছে তার চেয়ে বেশি হারে কাটা হচ্ছে টার্ম ডিপোজিট গুলোতে যা বাড়ির ঋণের সুদ হার কাটার চেয়েও বেশি।
কম্বাইন্ড পেনশনার্স এন্ড সুপার এনুয়েনন্টস এসোসিয়েশন হিসেবে করে করে দেখিয়েছে যে, একজন ব্যক্তি ৯০ হাজার ডলারের একটি ডিপোজিট থেকে বছরে ১৪০ ডলার করে হারাবেন। এই এসোসিয়েশনের পলিসি ম্যানেজার পল ভার্স্টিজ বলেন, সামনে আরো রেট কাটের কথা শোনা যাচ্ছে এবং এতে অবসরপ্রাপ্তদের আয় আরো কমে সাংঘাতিক পরিস্থিতি তৈরী করবে।