ফেডারাল বাজেট ২০২৪: “রেন্টাল অ্যাসিস্ট্যান্স খুব বেশি কাজ করবে বলে আমার মনে হয় না”

FEDERAL BUDGET 2024

Federal Treasurer Jim Chalmers before handing down the 2024-25 Budget in the House of Representatives at Parliament House in Canberra, Tuesday, May 14, 2024. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

২০২৪-২০২৫ অর্থবছরের ফেডারাল বাজেট নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অ্যাডেলেইডের ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির কলেজ অব বিজনেস, গভার্নমেন্ট অ্যান্ড ল এর লেকচারার, ড. শরীফ রাসেল।


ড. শরীফ রাসেল বলেন, “কোভিড-১৯ প্যান্ডেমিকের পরে মূলত ২০২১ সালের মার্চ থেকে ২০২৩ এর মার্চ পর্যন্ত এই দুই বছরে অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছিল।”

এর ফলে নিম্ন-আয়ের লোকজন অসুবিধার সম্মুখীন হন, বলেন তিনি।

এবারের ফেডারাল বাজেট সম্পর্কে তিনি বলেন,

“এই বাজেটে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছেন অস্ট্রেলিয়ান ফেডারাল গভার্নমেন্টের ট্রেজারার।”

“প্রথম যেই মেজারটা আমার ভাল লেগেছে তা হলো, ৩.৫ বিলিয়ন ডলারের বরাদ্দ রাখা হয়েছে পাওয়ার বিল রিলিফের জন্য। এই প্রোগ্রামের আওতায় প্রত্যেক হাউজহোল্ডকে এনার্জি বিলের প্রায় ৩০০ ডলারের একটি ভর্তুকি দেওয়া হবে। এছাড়া, প্রত্যেক ক্ষুদ্র ব্যবসায়ী এনার্জি বিলে ভর্তুকি পাবেন প্রায় ৩২৫ ডলারের মতো।”

তিনি আরও বলেন, “এছাড়া, এ বছর জুলাইয়ের ১ তারিখ হতে স্টেজ থ্রি ট্যাক্স কাট কার্যকর হবে। এতে অন অ্যাভারেজ একজন ট্যাক্সপেয়ার প্রায় ১,৮৮৮ ডলার ছাড় পাবেন। এর ফলে প্রতি সপ্তাহে একজনের গড়ে টেক হোম ইনকাম বৃদ্ধি পাবে প্রায় ৩৬ ডলার।”

ড. শরীফ রাসেল বলেন, পাওয়ার বিলের ছাড় ধনী-গরীব নির্বিশেষে সবাই পাবেন। তিনি এই বাজেটকে ‘ব্যালান্সড’ হিসেবেও অভিহিত করেন।

তার মতে, “লো ইনকাম হাউজহোল্ডদের ইনকামের অর্ধেকের বেশি অর্থ কিন্তু রেন্টে চলে যায়।”
Dr Sharif Rasel
Dr Sharif Rasel is a Lecturer of international business at Flinders University. Source: Supplied
“বাস্তবে আপনার ইমিগ্রেশন হওয়াতে, অনেকে বলে থাকেন হাই ইমিগ্রেশন হওয়াতে, আপনার যে কম ভাড়ার যে বাড়িগুলো, তাদের ভাড়া কিন্তু আনুপাতিকভাবে বেশি বেড়েছে। তুলনামূলকভাবে, আপনি যদি ধরেন, যেগুলো একটু বেশি ভাড়ার যে বাসাগুলো। তাদের চেয়ে কম ভাড়ার বাসাগুলোর রেন্ট অনেক বেশি বেড়েছে। কারণ হচ্ছে, এগুলোর ডিমান্ড ছিল মার্কেটে বেশি। এক তো হচ্ছে আপনার নতুন যারা ইমিগ্রান্ট তারা সবসময়ে চান কম ভাড়ার বাসাগুলো ভাড়া নিতে। তারপর যারা, অলরেডি যারা লো-ইনকাম হাউজহোল্ড আছেন অস্ট্রেলিয়ান সোসাইটিতে, তারাও চান ঐ রকম কোনো একটা বাসা ভাড়া নিয়ে থাকতে।”

“তো এগুলোর ডিমান্ড খুব বেশি থাকায় এগুলোর ভাড়া অনেক বেশি বেড়েছে।”

“তো রিসার্চ অনুযায়ী, এগুলোর উইকলি রেন্ট গড়ে বেড়েছে সপ্তাহে আপনার ৫২ ডলার। কিন্তু, রেন্ট অ্যাসিস্ট্যান্স আপনার বেড়েছে সপ্তাহে সর্বোচ্চ যেটা পাবেন, লো-ইনকাম হাউজহোল্ড যারা, তাদের জন্য রেন্টাল অ্যাসিস্ট্যান্স বেড়েছে সর্বোচ্চ সাড়ে ১২ ডলার। আপনি দেখেন প্রায় ৪০ ডলারের একটা গ্যাপ কিন্তু থেকে যাচ্ছে, প্রতি সপ্তাহে।"

“তো যার ফলে, আমি বলবো যে, রেন্টাল অ্যাসিস্ট্যান্স খুব বেশি কাজ করবে বলে আমার মনে হয় না। স্পেশালি আপনার লো-ইনকাম হাউজহোল্ডদের যে কস্ট অব লিভিং প্রেশার তা কমাতে খুব বেশি কাজ করবে বলে আমার মনে হয় না।”

ড. শরীফ রাসেলের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share