নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের বাড়ি হারানোর কারণে অস্ট্রেলিয়ায় আবাসন চাপ এই বছর আরও প্রকট হয়েছে।
সরকারী ভর্তুকির সাহায্যে বাজারের চেয়ে কম ভাড়ায় মানুষের জন্যে আবাসন নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত ন্যাশনাল রেন্টাল অ্যাফোর্ডেবিলিটি স্কিমটি স্কট মরিসনের নেতৃত্বাধীন সরকার বাতিল করে দেয়, যেটি সম্পূর্ণরূপে শেষ হবে ২০২৬ সালের মধ্যে।
অর্থাৎ ২০২৬ সালের মধ্যে ৩৬ হাজার সাশ্রয়ী মূল্যের বাড়ি অপসারণ করা হবে, যার মধ্যে ৬ হাজার ৬০০ টি বাড়ি কেবল এই বছরেই পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে।
এভরিবডি'স হোম ক্যাম্পেইনের জাতীয় মুখপাত্র মে আজিজি জানান, এই প্রকল্পটি এতদিন ধরে ভাড়াটেদের দরকারী সহায়তা দিয়ে এসেছে।
এই প্রকল্পটি বাতিল ঘোষণার ফলে এবং সুপরিকল্পিত কোনো বিকল্পের ব্যাপারে অ্যালবানিজি সরকারের প্রতিশ্রুতির অভাবের কারণে মিজ আজিজি মনে করেন যে অনেকেই ভবিষ্যতে দূর্ভোগে পড়বে।
সামাজিক আবাসনকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রচারণা চালানো অ্যালবানিজি সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার ‘সোশাল হোম’ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে।
কিন্তু মিজ আজিজি বলেছেন যে বর্তমান সমস্যা মোকাবেলা করার জন্য এটি যথেষ্ট নয়।
অস্ট্রেলিয়ান হাউজিং অ্যান্ড আরবান রিসার্চ ইন্সটিটিউটের ড. মাইকেল ফদারিঙহ্যাম বলেন, আরও আগেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।
শীর্ষ কর্মকর্তারা উপযুক্ত পদক্ষেপ না নেওয়ায় চাপের মধ্যে থাকা আবাসন খাতের ক্ষুদ্র এজেন্টরা আরও বেশি চাপে পড়ছে বলেও মত দিয়েছেন ড: ফদারিঙহ্যাম।
ছয় হাজার ছয় শত সাশ্রয়ী মূল্যের বাড়ির ভেতর শুধু কুইন্সল্যান্ডেই রয়েছে ২ হাজার ৪৯৯ টি বাড়ি, যেগুলোর ভাড়া আর সস্তা থাকবে না।
কুইন্সল্যান্ড কাউন্সিল অব সোশ্যাল সার্ভিসের সিইও অ্যাইমি ম্যাকভে বলেছেন, বেসরকারী সংস্থাগুলির উপর নির্ভরতা তার স্টেটে এই পরিষেবাগুলিকে প্রভাবিত করেছে।
কুইন্সল্যান্ড স্টেটের সামাজিক আবাসন রেজিস্টারে প্রায় ৪৬ হাজার মানুষ রয়েছে। মিজ ম্যাকভে বলেছেন যে, সাশ্রয়ী মূল্যের আবাসন কমে যাওয়ার জন্যে এর চেয়ে খারাপ সময় আর হতে পারে না।
এই প্রকল্পটি ২০২৬ সালে শেষ হতে চলেছে। বিশেষজ্ঞরা তবুও আশাবাদী যে ফেডারেল সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে এবং সাশ্রয়ী আবাসন সংকট মোকাবেলায় আরও সচেষ্ট হবে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: