অস্ট্রেলিয়ায় আপনার সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হলে যা জানা প্রয়োজন

student group.jpg

For many in Australia, turning 18 coincides with the end of formal schooling. Credit: Getty Images/FatCamera

আইন অনুসারে, অস্ট্রেলিয়ায় কারো ১৮ বছর বয়স পূর্ণ হলে তাকে প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করা হয়। তবে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার আনন্দ যেমন আছে, তেমনি আছে দায়িত্বও। প্রাপ্তবয়স্ক হলে একজন তরুণ বয়সীর জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসে-সেসব বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে আজকের সেটেলমেন্ট গাইড প্রতিবেদনে।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • অ্যালকোহল সেবনের ঝুঁকির বিষয়ে উদ্বিগ্ন বাবা-মায়েরা তাদের সন্তানদের ঝুঁকি সম্পর্কে জানাতে পারলে ভাল, তবে তাদের বাস্তবসম্মত হতে হবে
  • একজন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে উঠলে সেই পরিবারের সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বা পেমেন্ট প্রভাবিত হতে পারে
  • ১৮ বছর বয়স হলেই যে কেউ আইনগতভাবে নির্দিষ্ট কিছু করতে পারবে, বিষয়টা তা নয়
ইয়ুথ ল অস্ট্রেলিয়ার সিনিয়র সলিসিটর কেট রিচার্ডসন বলেন, "অস্ট্রেলিয়ায় ১৮ বছর বয়সের একজনকে প্রাপ্তবয়স্ক মনে করা হয়, এর মানে হল যে আইন অনুযায়ী আপনার পিতামাতা বা অভিভাবকদের আপনার জন্য তাদের কোন দায়িত্ব নেই। এবং একজন প্রাপ্তবয়স্ক হিসাবে, আপনি স্বাধীন। সুতরাং, এর অর্থ হল আপনি যা করছেন কিংবা আপনার আচরণের জন্য আপনি দায়ী।"

অস্ট্রেলিয়ায় জুয়া খেলা, সিগারেট ও অ্যালকোহল কেনার বৈধ বয়স হচ্ছে ১৮ বছর।

কিন্তু ১৮ বছরের কম বয়সীদের জন্য ব্যক্তিগত ব্যবস্থায় পিতামাতা বা অভিভাবকের অধীনে অ্যালকোহল সেবনের নিয়মটি ভিন্ন হতে পারে, যা নির্ভর করে স্টেট ও টেরিটোরির আইনের ওপর।

স্টিভেন রবার্টস মোনাশ ইউনিভার্সিটির এডুকেশন এন্ড সোশ্যাল জাস্টিসের প্রফেসর। তার অন্যতম প্রধান গবেষণা ক্ষেত্র হচ্ছে কিশোর-তরুণ বয়সীদের প্রাপ্তবয়স্ক হয়ে ওঠা।

তিনি বলেন, অ্যালকোহল সেবনের ঝুঁকির বিষয়ে উদ্বিগ্ন বাবা-মায়েরা তাদের সন্তানদের ঝুঁকি সম্পর্কে জানাতে পারলে ভাল, তবে তাদের বাস্তবসম্মত হতে হবে।
18th birthday.jpg
Cultural and family practices may vary, but generally in Australia the 18th birthday makes the list of milestone celebrations, followed by one’s 21st and 30th. Credit: Getty Images/BFG Images
এ ক্ষত্রে তিনি উপদেশ দেন অতিরিক্ত বাড়াবাড়ি না করার। কারণ মদ্যপান অস্ট্রেলিয়ান সংস্কৃতিতে গভীরভাবে গেঁথে আছে, এটাই স্বাভাবিক।

প্রফেসর রবার্টস পরামর্শ দেন পিতামাতারাই যেন রোল মডেল হয়ে উঠেন, যার মধ্যে দায়িত্বশীলভাবে মদ্যপান ছাড়াও সন্তানদের প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে সহায়তা করা।

তিনি বলছেন, স্বল্পমাত্রায় মদপানে আনন্দের পাশাপাশি অতিরিক্ত মদপানের সামাজিক এবং স্বাস্থ্যগত ক্ষতির বিষয়ে ভারসাম্যপূর্ণ আলোচনা করা যেতে পারে। বন্ধুদের একে অপরকে সম্মান করা, আচরণে সংযম বজায় রাখা, বোঝাপড়া এবং মানসিক যোগাযোগ, এ ব্যাপারগুলো বয়সের এই সন্ধিক্ষণে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা উচিত।
একজন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে উঠলে সেই পরিবারের সামাজিক নিরাপত্তা সুবিধা (সোশ্যাল সিকিউরিটি বেনিফিট) গ্রহণকে প্রভাবিত করতে পারে। যেমন, ফ্যামিলি ট্যাক্স বেনিফিট, এই পেমেন্ট দুই পার্টে দেয়া হয় যা বাবা-মাকে সন্তান লালন-পালনের খরচে সাহায্য করে।

সার্ভিসেস অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার হ্যাঙ্ক জংজেন বলেন, ফ্যামিলি ট্যাক্স বেনিফিট-পার্ট এ দেয়া হয় শিশুদের ১২ বছর পূর্ণ হওয়া পর্যন্ত; পার্ট বি পেমেন্ট দেয়া হয় পরিবার প্রতি। এবং এই পেমেন্ট নির্ধারিত হয় সর্বকনিষ্ঠ সন্তানের বয়স, ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতির উপর।

১৮ বছর হলে যে কেউ আর্থিক সহায়তার জন্য আবেদন করার যোগ্য হয়।

তিনি বলছেন, "সাধারণত ২৪ বছরের কম বয়সীদের জন্য ইয়ুথ এলাউয়েন্স দেয়া হয়। এই পেমেন্ট পেতে হলে ফুল টাইম কোর্স বা অস্ট্রেলিয়ান এপ্রেন্টিসশীপ নিতে হবে। এছাড়াও ১৮ বছর বয়সী এবং চাকরিপ্রার্থী হলেও ইয়ুথ এলাউয়েন্স পাওয়া যেতে পারে।"

তবে আইনগত ভাবে একজন ১৮ বছর বয়সীকে স্বনির্ভর বা ইন্ডিপেন্ডেন্ট বলা হলেও পেমেন্ট পেতে হলে তার যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে সে তখনও নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট বলে বিবেচিত হতে পারে।

তিনি বলছেন, অনেকে ইয়ুথ এলাউয়েন্স নিয়ে কিছুটা বিভ্রান্ত, তারা মনে করেন যে তাদের সন্তানের বয়স ১৮ বছর হয়ে গেলে সে ইয়ুথ এলাউয়েন্সের জন্য যোগ্য। কিন্তু এজন্য আবেদনকারীর পিতামাতার আয় দেখা হয়, তারা ফুল টাইম স্টুডেন্ট বা চাকরিপ্রার্থী হলেও তাদের বয়স ২২ বছর না হওয়া পর্যন্ত নির্ভরশীল বলে বিবেচিত হয়। এর মানে হল যে পেমেন্ট পাবার যোগ্যতা মূল্যায়নে পিতামাতার আয়কে বিবেচনায় রাখা হয়।
family income.jpg
Meeting an income test is among requirements to get the Family Tax Benefit. Credit: Getty Images/Traceydee Photography
মিঃ জংজেন তরুণ প্রাপ্তবয়স্কদের তাদের অনলাইন মাইগভ (myGov) অ্যাকাউন্ট তৈরি করার পরামর্শ দেন, যাতে কেউ প্রয়োজন অনুসারে সহায়তার জন্য আবেদন করতে পারে।

তিনি বলেন, যাদের ইংরেজি দ্বিতীয় ভাষা তারা 131 202 এই নম্বরে কল করতে পারেন। এখানে ২০০ টিরও বেশি ভাষায় বিনামূল্যে দোভাষী পরিষেবা পাওয়া যাবে।

প্রফেসর রবার্টসের মতে, অস্ট্রেলিয়ায় প্রাপ্তবয়স্ক হয়ে ওঠা একটি ধীর প্রক্রিয়া, এখানে আগের প্রজন্মের সামাজিক নিয়ম এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন বিবেচনা করা যেতে পারে।
apprentice.jpg
Young people aged 16 to 24 doinga full time Australian Apprenticeship may be eligible for Youth Allowance. Credit: Getty Images/JohnnyGreig
ইয়ুথ সলিসিটর মিজ রিচার্ডসন বলেন, ১৮ বছর বয়স হলেই যে কেউ আইনগতভাবে নির্দিষ্ট কিছু করতে পারবে, বিষয়টা তা নয়।

তিনি বলছেন, "তার যৌন মিলনের ক্ষেত্রে, চাকরি করতে, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, চিকিৎসার জন্য সম্মতি দিতে, স্কুল ছাড়তে, বাড়ি ছাড়তে, তাকে কোন অপরাধে অভিযুক্ত করতে ১৮ বছর হওয়া আবশ্যক নয়, তারা এমনকি পিতামাতা বা অভিভাবক ছাড়া বিনামূল্যে আইনি পরামর্শও পেতে পারে।"

অস্ট্রেলিয়ায় এমন কিছু আইন আছে যে কোন নির্দিষ্ট বয়সের পর একজন তরুণ বয়সী নির্দিষ্ট কিছু করতে পারে। তবে অনেক ক্ষেত্রে এটি তাদের সামর্থ্য এবং তারা যে পরিস্থিতিতে রয়েছে তার উপর নির্ভর করতে পারে।
taking selfie.jpg
Prof Roberts says there are growing numbers of young people who not only delay the attainment of social markers, like getting married, but reject them altogether. Credit: Getty Images/FatCamera
মিজ রিচার্ডসন পরামর্শ দিয়ে বলেন, একজন ব্যক্তির উচিত নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে তার জন্য কী প্রযোজ্য তা পরীক্ষা করে নেয়া।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ১৮ বছরের কম বয়সী কেউ চিকিৎসার জন্য সম্মতি দিতে পারেন যদি ডাক্তার মনে করেন যে সে চিকিত্সার সুবিধা এবং ঝুঁকি বুঝতে পারে এবং এই সিদ্ধান্ত নেওয়ার সময় একজন ডাক্তার অনেকগুলি বিষয় বিবেচনা করেন। অনেক সময় ১৮ বছরের কম বয়সী কেউ তাদের পিতামাতা বা অভিভাবকের অনুমতি ছাড়াই পাসপোর্ট পেতে পারে।
at the airport.jpg
At 18 you can get a passport without permission of you parent or guardian. The same applies for under 18s in a range of special circumstances. Credit: Getty Images/MStudioImages
তরুণ প্রাপ্তবয়স্কদের কী ধরণের অধিকার আছে তা জানা যাবে প্রতিটি স্টেট এবং টেরিটোরির লিগ্যাল এইড কমিশন এবং ইয়ুথ লিগ্যাল সার্ভিসেসের মাধ্যমে।

ইয়ুথ ল অস্ট্রেলিয়া হচ্ছে একটি অনলাইন আইনি কমিউনিটি পরিষেবা যা দেশব্যাপী আইন বিষয়ক পরামর্শ দিয়ে থাকে। এছাড়া অভিভাবকরা সরকারী অর্থায়নে রাইজিং চিলড্রেন নেটওয়ার্ক ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share