কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যে পার্থক্য কী?

NSW Premier Dominic Perrottet and Brad Hazzard, Minister for Health and Medical Research NSW observe booster shots being administered on December 25, 2021.

NSW Premier Dominic Perrottet and Brad Hazzard, Minister for Health and Medical Research NSW observe booster shots being administered on December 25, 2021. Source: AAP Image/Pool, Lyndal Irons

কোভিড-১৯ এর ওমিক্রন ভেরিয়েন্টের বিস্তৃতির কারণে বুস্টার ভ্যাকসিনেশনের প্রতি জোর দেওয়া হচ্ছে। বুস্টার ভ্যাকসিন আসলে কী? এটা কেন নিতে হবে? এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির লিভারপুল হাসপাতালের মেডিকেল অনকোলজিস্ট ড. অভিজিৎ পাল।


ড. অভিজিৎ পাল বলেন,

“বুস্টার ডোজ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আর দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয়।”

তার মতে, বুস্টার ভ্যাকসিনের পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। উপযুক্ততা লাভ করা মাত্রই কোভিড টিকার বুস্টার ডোজ নেওয়ার প্রতি জোর দেন ড. অভিজিৎ।
তিনি আরও বলেন,

“আমরা অস্ট্রেলিয়ায় অনেক লাকি। আমাদের ভ্যাকসিন পাওয়ার সুযোগ আছে।”

ড. অভিজিৎ পালের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ১৯৮০ এর দশকে কলকাতা থেকে তার বাবা-মা অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

তিনি বাংলায় কথা বলা শিখেছেন মূলত তার বাবা-মায়ের অনুপ্রেরণায়। বাড়িতে তাদের সঙ্গে তিনি সবসময় বাংলায় কথা বলেন। তবে তিনি বাংলা পড়তে কিংবা লিখতে পারেন না।

এ সম্পর্কে তিনি বলেন,

“কী হইছিল, বাবা-মা বলল, দ্যাখ, তোর ইংরেজি তুই বাইরে শিখবি। আমাদের সঙ্গে বাংলায় কথা বলবি।”

ড. অভিজিৎ পালের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

ড. অভিজিৎ পাল বলেন, “বুস্টার ডোজ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আর দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয়।”
ড. অভিজিৎ পাল বলেন, “বুস্টার ডোজ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আর দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয়।” Source: Dr Abhijit Pal


Follow SBS Bangla on .

আপনার জিপির সঙ্গেও আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন এবং আপনার ভাষায় ভ্যাকসিন সম্পর্কিত তথ্যের জন্য দেখুন: 


করোনাভাইরাস বিষয়ক সরকারি তথ্য

  • ডিপার্টমেন্ট অফ হেলথ - COVID-19 Vaccine information .
  • ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স - COVID-19 information .  

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share