মেলবোর্নে একটি কারখানায় কাজ করেন হেলেন ক্রস। তিনি বড় হয়েছেন প্যাসিফিক আইল্যান্ড কিরিবাস-এ। নিপীড়ক সঙ্গীর কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি অনুভব করেন যে, অস্ট্রেলিয়ায় এ বিষয়ক সহায়তা পাওয়া সহজ নয়।
অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার বলছে, অস্ট্রেলিয়ায় প্রতি ৬ জনে ১ জন নারী এবং ১৬ জনে ১ জন পুরুষ তাদের বয়স ১৫ বছর হওয়ার পর থেকে তাদের বর্তমান কিংবা আগের সঙ্গী বা সঙ্গিনীর দ্বারা দৈহিক কিংবা যৌন সহিংসতার শিকার হয়েছেন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আর, প্রতি ৪ জনে ১ জন নারী এবং ৬ জনে ১ জন পুরুষের আবেগীয় নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে।
রেপ অ্যান্ড ডমেস্টিক ভায়োলেন্স সার্ভিসেস অস্ট্রেলিয়ার সিইও হেইলি ফস্টার ভাষা ও সংস্কৃতির দিক দিয়ে বৈচিত্রময় পটভূমির জনগোষ্ঠীগুলোর বিষয়ে একজন বিশেষজ্ঞ। তিনি বলেন, ঘরোয়া ও পারিবারিক সহিংসতার ক্ষেত্রে বিষয়গুলো অনেক জটিল আকার ধারণ করে।
এর সঙ্গে একমত পোষণ করেন সেটেলমেন্ট কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার সিইও সান্ড্রা এলহেলো রাইট।
কর্ম-সংস্থানের বিষয়টি আরেকটি বাধা হিসেবে দেখা দেয় ঘরোয়া ও পারিবারিক সহিংসতার শিকার হয়ে বেঁচে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে। এ রকম ক্ষেত্রে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে কর্মস্থলগুলোর আরও বেশি ভূমিকা রাখা উচিত বলে মনে করেন সমর্থকরা।
অনগ্রসর পটভূমির লোকদের কর্ম-সংস্থানে সহায়তা প্রদান করে থাকে সামাজিক প্রতিষ্ঠান এবিলিটি ওয়ার্কস। এর সিইও সু বয়েস বলেন, ডমেস্টিক ভায়োলেন্সের শিকার ব্যক্তিদের হয়তো কাজের ক্ষেত্রে সহায়ক পরিস্থিতির দরকার হতে পারে।
আর, হেলেনের মতে, নিরাপদ কর্মক্ষেত্রের খোঁজ পাওয়াটা অনেক চ্যালেঞ্জিং।
এখন তিনি এবিলিটি ওয়ার্কস-এ ম্যানুফ্যাকচারিংয়ের সুপারভাইজার হিসেবে কাজ করছেন। তিনি তার এই কর্মস্থল নিয়ে সন্তুষ্ট।
আপনার পরিচিত কেউ কিংবা আপনি নিজে যদি ঘরোয়া ও পারিবারিক সহিংসতার শিকার হয়ে থাকেন, তাহলে ডমেস্টিক ভায়োলেন্স ইমপ্যাক্ট লাইনে, 1800 943 539 নম্বরে ফোন করতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন 1-800-RESPECT-এ 1800 737 732 নম্বরে।
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: