কোভিড-১৯ এর বিরুদ্ধে এখন এক মিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান তৃতীয় ডোজ, অর্থাৎ, বুস্টার শট নিয়েছে।
পৃথিবীর বিভিন্ন দেশে কোভিড নিষেধাজ্ঞাগুলো শিথিল করার কারণে এখন কোভিড সংক্রমণও বাড়ছে। এদিকে নতুন ভেরিয়েন্টের কারণে, তৃতীয় ডোজ টিকাই শেষ নয়।
নিউ সাউথ ওয়েলসের কিরবি/কারবি ইনস্টিটিউটে সংক্রামক ব্যাধি, যেমন, কোভিড-১৯ নিয়ে গবেষণা করেন ডক্টর ডেবোরাহ ক্রোমার।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
মৌসুমী ফ্লু শটের সাথে কোভিড-১৯ বুস্টার শটের তুলনা করে ড. ক্রোমার বলেন, আমরা ফ্লু শটকে বুস্টার বলি না, সেগুলোকে বার্ষিক ফ্লু ভ্যাকসিন হিসেবেই গণ্য করি।
কোভিড-১৯ এর নতুন ওমিক্রন ভেরিয়েন্টটি প্রতিহত করার জন্য ফেডারাল সরকার দ্রুতই উদ্যোগ নিয়েছে।
২০২১ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১.৫ মিলিয়ন বুস্টার ডোজ প্রদান করা হয়েছে। অর্থাৎ, প্রতি ১০০ জনে ৬ জন বুস্টার শট পেয়েছেন।
তুলনামূলকভাবে, বুস্টার টিকা প্রদানের ক্ষেত্রে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতি ১০০ জনে তারা ৪৪ জনকে বুস্টার শট দিয়েছে।
অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নিউ সাউথ ওয়েলস-এর প্রেসিডেন্ট জিপি ড. ড্যানিয়েল ম্যাকমালান বলেন, বুস্টার প্রদান কর্মসূচি গতিশীল করার প্রয়োজন আছে।
১৭ বছরের বেশি বয়সী যারা অন্তত পাঁচ মাস আগে কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, তারা এখন বুস্টার টিকা নিতে পারবেন।
অস্ট্রেলিয়ার ইমিউনাইজেশন অ্যাডভাইজোরি বডি পরামর্শ দিচ্ছে, প্রথম ডোজ যেটাই হোক না কেন, বুস্টার হিসেবে ফাইজার কিংবা মডার্না ভ্যাকসিন গ্রহণ করা যাবে।
ডোহার্টি ইনস্টিটিউটের ইমিউনোলজিস্ট জেনিফার জুনো বলেন, কোভিড-১৯ বুস্টার শট সুরক্ষা বৃদ্ধি করে।
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: