- পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুরা এখন কোভিড-১৯ টিকা গ্রহণের উপযুক্ততা লাভ করেছে।
- লেফটেন্যান্ট জেনারেল জন ফ্রিওয়েন বলেন, ১০,০০০ এরও বেশি টিকাদান কেন্দ্রের বেশিরভাগই শিশুদের টিকাপ্রদান কর্মসূচিতে অংশ নিচ্ছে। অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য।
- জাতীয়ভাবে নতুন কিছু দিক-নির্দেশনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। এতে বলা হয়েছে, কোনো কোনো গুরুত্বপূর্ণ খাতে কর্মরত ব্যক্তিরা যদি কারও ক্লোজ কন্টাক্ট বিবেচিত হয় এবং তাদের যদি পূর্ণ ডোজ কোভিড টিকা নেওয়া থাকে ও তাদের মাঝে যদি কোভিড-১৯ এর কোনো লক্ষণ প্রকাশিত না হয়, সেক্ষেত্রে তাদেরকে আইসোলেশন বা নিভৃতবাস থেকে বের হয়ে আসতে হবে।
- কুইন্সল্যান্ডে শিক্ষার্থীরা ৭ ফেব্রুয়ারি স্কুলে ফিরে যাবে। ২৪ জানুয়ারি স্কুল খোলার কথা থাকলেও তা এখন দু’সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
- ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন বলছে, নিউ সাউথ ওয়েলস হেলথের সিদ্ধান্ত অনুসারে সেল্ফ-আইসোলেশন থেকে ফিরে আসার বিষয়টির মানে হলো, নিয়োগদাতারা কর্মীদের নিরাপত্তার চেয়ে তাদের কাজ-কর্মকেই বেশি অগ্রাধিকার দিতে পারবে।
- নিউ সাউথ ওয়েলসে এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২,০৩০ জন। রবিবার এই সংখ্যা ছিল ১,৯২৭ জন এবং আই-সি-ইউ-তে থাকা রোগীর সংখ্যা ১৫১ থেকে বেড়ে ১৫৯ জন হয়েছে।
- ভিক্টোরিয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮১৮ জন। গতকাল এই সংখ্যা ছিল ৭৫২ জন।
- কুইন্সল্যান্ডে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১৯ জন কোভিড-রোগী। এদের মধ্যে ইনটেনসিভ কেয়ারে আছেন ২১ জন এবং ভেন্টিলেটরে আছেন সাত জন।
- ভিক্টোরিয়ায় সুনির্দিষ্ট কিছু খাতের কর্মীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়া বাধ্যতামূলক বলে আজ ঘোষণা করেছেন সেই স্টেটের হেলথ মিনিস্টার মার্টিন ফোলি।
- অতিরিক্ত ৫০ মিলিয়ন র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং কিটস সংগ্রহের কথা ঘোষণা করেছেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটে। এর ফলে এই স্টেটে এই কিটসের সংখ্যা দাঁড়াচ্ছে ১০০ মিলিয়ন।
- নিউ সাউথ ওয়েলস সরকার বলছে, এ সপ্তাহে পরবর্তীতে সার্ভিস নিউ সাউথ ওয়েলস অ্যাপের মাধ্যমে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট)-এর রেজাল্ট নিবন্ধন করা যাবে।
বেশ কয়েকটি স্টেট র্যাট রেজিস্ট্রেশন ফর্ম সেটআপ করেছে।
কোভিড-১৯ পরিসংখ্যান
- নিউ সাউথ ওয়েলসে পিসিআর টেস্টের মাধ্যমে ২০,২৯৩ টি নতুন কেস সনাক্ত এবং রেকর্ড-সংখ্যক ১৮ জনের মৃত্যু। এই স্টেটটিতে এখনও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে প্রাপ্ত তথ্য-উপাত্ত প্রকাশ করা শুরু করা হয় নি।
- ভিক্টোরিয়ায় ৩৪,৮০৮ টি নতুন কেস সনাক্ত এবং আরও দু’জনের মৃত্যু।
- কুইন্সল্যান্ডে অন্তত ৯,৫৮১ টি নতুন কেস সনাক্ত। কর্তৃপক্ষ এখন সেখানে পিসিআর টেস্ট এবং বাসিন্দাদের জমা দেওয়া র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রেজাল্ট গণনা করছে।
- এসিটি-তে ৯৩৮ টি নতুন কেস এবং টাসম্যানিয়ায় ১,২১৮ টি নতুন কেস সনাক্ত।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:
আরও দেখুন:
ভারতীয় সংবাদ: ১০ জানুয়ারি ২০২২