অমিতাভ রেজা চৌধুরী দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন ও নাটক নির্মাণ করছেন। 'আয়নাবাজী' তাঁর প্রথম সিনেমা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি তাঁকে বিপুল পরিচিতি দেয়।
এ প্রসঙ্গে মি. চৌধুরী বলেন, সিনেমা একজন নির্মাতাকে যে পর্যায়ে নিয়ে যায় তা নাটক বা বিজ্ঞাপনের বেলায় ঘটে না।
তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও মানুষ আমাকে আয়নাবাজীর নির্মাতা হিসেবেই চিনেছে।
তাঁর দ্বিতীয় সিনেমা 'রিক্সা গার্ল' - যা নিয়েও দর্শকদের কৌতূহল থাকলেও এখনো বাংলাদেশে এটি মুক্তি পায়নি।
আয়নাবাজীর মতো এই ছবিটি নিয়ে আলোচনা কম কেন?
মি. চৌধুরী বলেন, 'রিক্সা গার্ল' একটি আন্তর্জাতিক প্রকল্প এবং এমেরিকান লেখকের লেখা। এমেরিকায় এটি মুক্তি পেলে এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলে ছবিটি নিয়ে সেখানকার গণমাধ্যমে আলোচিত হয়।
তবে ব্যক্তিগতভাবে 'কম আলোচনা' হওয়া পছন্দ করেন মি. চৌধুরী। কিশোর-কিশোরী দর্শকদের উপযোগী এই ছবিটি বাংলাদেশে সীমিত আকারে মুক্তি পাবে বলে জানান অভিতাভ রেজা চৌধুরী।
পুরো সাক্ষাৎকারটির ১ম পর্ব শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।