সিনেমা একজন নির্মাতাকে যে পর্যায়ে নিয়ে যায় তা নাটক বা বিজ্ঞাপন নির্মাণের বেলায় ঘটে না: অমিতাভ রেজা চৌধুরী

Amitabh Reza 2023-07-12 at 10.25.52 PM.jpeg

Amitabh Reza Chowdhury Credit: Amitabh Reza Chowdhury

বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী সম্প্রতি অস্ট্রেলিয়ায় এসেছিলেন। তিনি অস্ট্রেলিয়ার পটভূমিতে ওটিটি প্ল্যাটফর্মের জন্য চলচ্চিত্র নির্মাণ করবেন। সিডনির পথ প্রোডাকশন তার এই উদ্যোগের সাথে জড়িত। অমিতাভ রেজা চৌধুরী কথা বলেছেন এসবিএস বাংলার সাথে। আজ শুনবেন তার সাথে সাক্ষাৎকারের প্রথম পর্ব।


অমিতাভ রেজা চৌধুরী দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন ও নাটক নির্মাণ করছেন। 'আয়নাবাজী' তাঁর প্রথম সিনেমা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি তাঁকে বিপুল পরিচিতি দেয়।

এ প্রসঙ্গে মি. চৌধুরী বলেন, সিনেমা একজন নির্মাতাকে যে পর্যায়ে নিয়ে যায় তা নাটক বা বিজ্ঞাপনের বেলায় ঘটে না।

তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও মানুষ আমাকে আয়নাবাজীর নির্মাতা হিসেবেই চিনেছে।

তাঁর দ্বিতীয় সিনেমা 'রিক্সা গার্ল' - যা নিয়েও দর্শকদের কৌতূহল থাকলেও এখনো বাংলাদেশে এটি মুক্তি পায়নি।

আয়নাবাজীর মতো এই ছবিটি নিয়ে আলোচনা কম কেন?

মি. চৌধুরী বলেন, 'রিক্সা গার্ল' একটি আন্তর্জাতিক প্রকল্প এবং এমেরিকান লেখকের লেখা। এমেরিকায় এটি মুক্তি পেলে এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলে ছবিটি নিয়ে সেখানকার গণমাধ্যমে আলোচিত হয়।

তবে ব্যক্তিগতভাবে 'কম আলোচনা' হওয়া পছন্দ করেন মি. চৌধুরী। কিশোর-কিশোরী দর্শকদের উপযোগী এই ছবিটি বাংলাদেশে সীমিত আকারে মুক্তি পাবে বলে জানান অভিতাভ রেজা চৌধুরী।

পুরো সাক্ষাৎকারটির ১ম পর্ব শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 





Share