বুসানের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘ইতি, তোমারই ঢাকা’

দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালকে এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এ বছর এর ২৩তম আসর অনুষ্ঠিত হচ্ছে আগামী ৪ থেকে ১৩ অক্টোবর। এতে বিশ্বের ৭৯টি দেশ থেকে মোট ৩২৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশে থেকে শুধু নির্বাচিত হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’ নামের একটি চলচ্চিত্র যা দেশটির প্রথম অমনিবাস (অ্যান্থলজি) চলচ্চিত্র।

ইতি, তোমারই ঢাকা (Sincerely Yours, Dhaka)

ইতি, তোমারই ঢাকা (Sincerely Yours, Dhaka) Source: Facebook/ ইতি, তোমারই ঢাকা (Sincerely Yours, Dhaka)

Busan International Film Festival (BIFF)
The Busan International Film Festival will run from October 4-13 and will feature 323 movies from 79 countries, including 115 having their world premiere. Source: JUNG YEON-JE/AFP/Getty Images/AFP
দক্ষিণ কোরিয়ায় আগামী ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ২০১৮ 

সর্বপ্রথম ১৯৯৬ সালের ১৩ থেকে ২১ সেপ্টেম্বর এই উৎসব উদযাপিত হয়। সেটিই ছিল কোরিয়ায় প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
Lee Yong-kwan, chairman of the Busan International Film Festival
Lee Yong-kwan, chairman of the Busan International Film Festival, speaks during a press conference in Seoul, South Korea, Tuesday, September 4, 2018. Source: AP Photo/Ahn Young-joon
বাংলাদেশে থেকে বুসানের এই ২৩তম আসরে নির্বাচিত হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’ (Sincerely Yours, Dhaka)। এটি বাংলাদেশের প্রথম অমনিবাস (অ্যান্থলজি) চলচ্চিত্র। এর সবগুলো ছবির থিম রাজধানী ঢাকাকে নিয়ে।

এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চলচ্চিত্রটিতে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান এবং তাদের সঙ্গে ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে কাজ করেছেন চলচ্চিত্র নির্মাতা  আবু শাহেদ ইমন।
ইতি, তোমারই ঢাকা (Sincerely Yours, Dhaka)
Directorial team of 'Sincerely Yours Dhaka': Executive Producer - Faridur Reza Sagar & Ebne Hasan Khan, Creative Producer - Abu Shahed Emon with the Directors. Source: Facebook/ ইতি, তোমারই ঢাকা (Sincerely Yours, Dhaka)
এই প্রকল্পে ১১ জন তরুণ নির্মাতা তৈরি করেছেন ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরা হলেন:

আব্দুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হূমায়ুন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান এবং সৈয়দ আহমেদ শাওকী।

বুসানের এই আসরের অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে ‘ইতি, তোমারই ঢাকা’ প্রদর্শিত হবে বলে জানা গেছে।

এ বছরের ৪-১৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বুসান উৎসবের ২৩ তম আসরে ৭৯টি দেশ থেকে মোট ৩২৩টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। যার মধ্যে ১১৫টি বিশ্ব প্রিমিয়ার এবং ২৫টি ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

গত ১২ এপ্রিল ২০১৮ চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ার বুসানের সমুদ্র তীরে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক উৎসবে এ বছরের একমাত্র বাংলাদেশি ছবি হিসেবে ‘ইতি, তোমারই ঢাকা’ দেশকে প্রতিনিধিত্ব করবে।

ইতিমধ্যেই ছবিটির পুরো কাজ শেষ করে সেন্সরে দেয়ার প্রস্তুতি চলছে। সেন্সর হয়ে গেলে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এই অমনিবাস চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অন্তত ত্রিশ জন অভিনেতা।

Follow SBS Bangla on FACEBOOK.




Share
Published 7 September 2018 12:13pm
Updated 1 April 2021 4:52pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends