কোয়ান্টাস এয়ারওয়েজের প্রজেক্ট সানরাইজ-এ লম্বা ফ্লাইটগুলোর যাত্রীদের জন্য নানা রকম সুযোগ-সুবিধা রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। কী রকম সুযোগ-সুবিধা প্রদান করা যেতে পারে সে সম্পর্কে গবেষণার জন্য তারা ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ারের ১২ হাজার মেম্বারের কাছে পরামর্শ চেয়েছে।
২০২২ সাল নাগাদ সিডনি থেকে লন্ডন ও নিউ ইয়র্ক পর্যন্ত সরাসরি ফ্লাইটে এই প্রজেক্ট শুরু করার সম্ভাবনা রয়েছে। এভাবে পরবর্তীতে পার্থ থেকে লস-অ্যাঞ্জেলস পর্যন্ত সরাসরি ফ্লাইট পরিচালনা করাও সম্ভব হবে।এ বছরের মার্চ থেকে শুরু হয়েছে পার্থ-লন্ডন সরাসরি ফ্লাইট।
Business class, cabin view, luxury is an example of a luxury business class plane. Source: iStockphoto
কোয়ান্টাসের চিফ একজিকিউটিভ অফিসার অ্যালান জয়েস এই প্রকল্প সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। এ প্রকল্প বাস্তবায়নের জন্য , উড়োজাহাজের কার্গো স্পেসকে যাত্রীদের ব্যবহারের জন্য কাজে লাগানো যেতে পারে, যাত্রীদের জন্য সেখানে বাংক বেড-এর ব্যবস্থা করা যেতে পারে।