‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবি প্রসঙ্গে রানী মুখার্জি - 'এটি একজন হার না মানা বাঙালি নারীর গল্প'

DSC04829.jpg

Rani Mukherji in the film 'Mrs Chatterjee vs Norway' Credit: Z Studios

একটি সত্যি ঘটনা নিয়ে নির্মিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি সম্প্রতি অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বে মুক্তি পেয়েছে। ছবিটি নির্মান করেছেন অসীমা ছিব্বার।


বাঙালি মেয়ে সাগরিকা ভট্টাচার্যের জীবনের ঘটনা নিয়ে নির্মিত ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেত্রী রানী মুখার্জি ও অনির্বান ভট্টাচার্য্য।

সাংস্কৃতিক ও পারিবারিক মূল্যবোধের পার্থ্যক্যের কারণে এক মা তাঁর দুই সন্তানের লালন পালনের অধিকার হারায়, আর এ জন্য নরওয়ে সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে হয় তাকে।

ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে আসা এই নারী কীভাবে পশ্চিমা সমাজ ব্যবস্থা এবং নরওয়ে সরকারের বিরুদ্ধে আইনি যুদ্ধ চালিয়ে গেছেন তার এক হার না মানা আবেগঘন কাহিনি হলো ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি।
_MAR6472.jpg
Renowned actress Rani Mukherjee played the lead role in the film 'Mrs Chatterjee vs. Norway' based on the life of Bengali woman Sagarika Bhattacharya. Credit: www.marinsild.com
এই ছবির নানা দিক নিয়ে অভিনেত্রী রানী মুখার্জির সাথে এসবিএস বাংলার কথা হয়।

রানী মুখার্জির পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 



Share