১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে লেখা নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে 'দেশান্তর' সিনেমার নির্মাণ করেছেন আশুতোষ সুজন।
"জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরীয়সী" - এই মন্ত্রে দীক্ষিত হয়েই সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানান মি. সুজন।
ছবিটি ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনিতেও ছবিটির দুটি প্রদর্শন হয়েছে এবং মেলবোর্নসহ অন্যান্য শহরে ছবিটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান মি. সুজন।
Actors Ahmed Rubel and Moushumi are seen with 'Deshantor' Director Ashutosh Sujan (R). Credit: Ashutosh Sujan
"কিন্তু এই ছবিটিতে ফোকাস করা হয়েছে যারা বাংলাদেশ ছেড়ে চলে যায় নি তাদেরকে নিয়ে।"
এই সিনেমা নির্মাণের আগে আশুতোষ সুজন বেশ কিছু নাটক নির্মাণ করেছেন। তিনি একজন পেশাদার বিজ্ঞাপন নির্মাতাও। এখানে উল্লেখ্য যে, ২০১৭ সালে তার নির্মিত একটি কোম্পানির চুলের তেলের বিজ্ঞাপন ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
নিউ ইয়র্ক টাইমস, এনডিটিভি, ইয়াহু সহ সারা বিশ্বের গণমাধ্যমে এটি নিয়ে সংবাদ প্রচার হয়েছিল।
বিজ্ঞাপনটি মি. সুজনকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিলো এবং এরই ফলশ্রুতিতে তিনি 'দেশান্তর' সিনেমাটি নির্মাণের উৎসাহ পান বলে জানান তিনি।
The film has two screenings in Sydney, Australia and the process of releasing in other cities including Melbourne is underway. Credit: Ashutush Sujan
নির্মাতার সাথে যৌথভাবে চিত্রনাট্য তৈরী করেছেন ডালিম কুমার ও নুরুল আলম আতিক এবং চিত্রগ্রাহক ছিলেন নেহাল কোরাইশী ।
আশুতোষ সুজনের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।