'স্যাটারডে আফটারনুন' সম্পর্কে ফারুকী - 'ছবিটি হোলি আর্টিজানের ঘটনা থেকে অনুপ্রাণিত, এর পুনর্নির্মাণ না'

Saturday Afternoon.png

Farooki's movie 'Saturday Afternoon' has been banned in Bangladesh. Credit: Mostafa Sarwar Farooki/ Facebook

বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর সদ্য নির্মিত চলচ্চিত্র 'নো ল্যান্ডস ম্যান' ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন ২০২২-এর সাউথ এশিয়ান বিভাগে প্রদর্শিত হচ্ছে। ছবিটি ইতিমধ্যেই সদ্য সমাপ্ত সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। মি. ফারুকী কথা বলছেন তাঁর সাম্প্রতিক চলচ্চিত্রগুলো ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • ফারুকী গত দুই দশক ধরে বাংলাদেশে 'স্বাধীন ধারা'র চলচ্চিত্র নির্মাণ করছেন
  • তার আলোচিত ছবি এবং ওটিটি সিরিজগুলোর মধ্যে আছে টেলিভিশন, ডুব, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, লেডিস এন্ড জেন্টলম্যান
  • 'ব্যতিক্রমী' চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে প্রায়ই তাকে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় পড়তে হয়
সাম্প্রতিক সময়ে ফারুকীর বহুল আলোচিত ছবি 'স্যাটারডে আফটারনুন'-এর সেন্সর না পাওয়া নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি হতাশা প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে তিনি এসবিএস বাংলাকে বলেন, একটি (ছবির) ভাবনা যখন ভাবা হয়, তখন তা বিদ্যমান থাকে, এটা কেউ চাইলেই দূর করতে পারে না, যেটা করতে পারে তা হলো আমাদেরকে বিড়ম্বনা বা যন্ত্রনাকর অবস্থার মধ্যে নিয়ে যেতে পারে যা সেন্সর বোর্ড এখন করছে।

'শনিবার বিকেল' বা 'স্যাটারডে আফটারনুন' ছবিটি ২০১৯ সালে নির্মিত এবং এর প্রিমিয়ার হয় মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে যেখানে রাশিয়ান ক্রিটিক্স ফেডারেশনের সেরা চলচ্চিত্রসহ দুটি অ্যাওয়ার্ড জেতে।

মি. ফারুকী বলেন, সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি দেখে প্রথমে ইতিবাচক মন্তব্য করে গণমাধ্যমগুলোতে এবং দ্রুত ছাড়পত্র দেয়ার কথা বলে। কিন্তু শিগগিরই সোশ্যাল মিডিয়াতে ছবিটির বিরুদ্ধে একটি মৌলবাদী গোষ্ঠী সংঘবদ্ধ প্রচারণা চালায়।

'ফলশ্রুতিতে সেন্সর বোর্ড অস্বাভাবিকভাবে দ্বিতীয়বার ছবিটি দেখার জন্য চিঠি দেয়, এবং তারা ছবিটি আবার দেখে এবং এর উপর নিষেধাজ্ঞা দেয়। আমরা এরপর এর বিরুদ্ধে আপিল করি, এবং গত সাড়ে তিন বছর ধরে এর কোন ফলাফল এখনো আমরা জানতে পারিনি,' বলেন তিনি।

ফারুকী আরো বলেন, 'ছবিটি হোলি আর্টিজানের ঘটনা থেকে অনুপ্রাণিত, তবে এটি হোলি আর্টিজানের পূর্নর্নির্মান না, এমনকি ওই ঘটনার সাথে যুক্ত কোন চরিত্রেরও পুনর্নির্মাণ না - এটা পুরোটাই একটি ফিকশন।'
Farooki and Tisa.png
Farooki with his wife Tisha Credit: Mostafa Sarwar Farooki/ Facebook
চলতি বছরের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নের সাউথ এশিয়া বিভাগে ফারুকীর সদ্য নির্মিত ছবি 'নো ল্যান্ডস ম্যান' প্রদর্শিত হচ্ছে।

ছবিটি সম্পর্কে তিনি বলেন, 'নো ল্যান্ডস ম্যান' আমার বানানো ছবিগুলোর মধ্যে সবচেয়ে প্রিয়, সারা পৃথিবীজুড়ে এই মুহূর্তে আইডেন্টিটি পলিটিক্সের নামে যে উন্মত্ততা চলছে, এবং এটি মানবতার জন্য কতটা ক্ষতিকর - এই ছবিটা স্যাটায়ার এবং প্যাথোজের মধ্যে দিয়ে সেই বিষয়টিকে প্রশ্ন করে।
No Land's Man 1.png
Indian actor Nawaz Uddin Siddiqui acted in the main role in 'No Land's Man'.
এতে অভিনয় করেছেন প্রখ্যাত ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী-তাঁর সাথে কাজের অভিজ্ঞতা সম্পর্কে ফারুকী বলেন, নওয়াজ মানুষ হিসেবে অসাধারণ এবং শিল্পী হিসেবে ততোধিক অসাধারণ, এবং আমি যে ধরণের কাজ করতে চাই, যেভাবে কাজ করতে চাই , তার জন্য যে ধরণের সেন্সিবিলিটি প্রয়োজন তা নওয়াজের মধ্যে পুরোটাই আছে।

তিনি বলেন, একজন ভালো অভিনয় শিল্পীর অভিনয়ের চেষ্টাটা পর্দায় দেখা যায় না, এটাকে মনে হবে এফোর্টলেস, আর এটাই একজন ভালো অভিনয় শিল্পীর বৈশিষ্ট্য - নওয়াজ হচ্ছেন সেই পর্যায়ের শিল্পী।

মোস্তফা সরওয়ার ফারুকীর পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


Share