এর আগে, বসন্তকালে হওয়া প্রবল বৃষ্টিপাত থেকে বুশফায়ার থেকে নিরাপদ থাকার বিষয়ে ভুল ধারণা হতে পারে। কিন্তু, ফায়ার এক্সপার্টরা সতর্ক করছেন যে, বেশি বৃষ্টি হওয়ার ঘটনা বুশফায়ারে দগ্ধ হওয়ার উপাদান বৃদ্ধিতে আরও সহায়ক হয়েছে।
অস্ট্রেলেশিয়ান ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস অথরিটিস কাউন্সিল বা AFAC-এর সিজনাল বুশ ফায়ার আউটলুক ফর সামার ২০২২ এ দেখা যাচ্ছে, দেশটির কোনো কোনো অঞ্চলে অগ্নিকাণ্ডের উচ্চ ঝুঁকি রয়েছে।
AFAC-এর সিইও রব ওয়েব বলেন, বৃষ্টির ফলে বেড়ে ওঠা অতিরিক্ত ঘাস গ্রীষ্মের উত্তাপে শুকিয়ে যাবে।
মিস্টার ওয়েব বলেন, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ট্যাসম্যানিয়া, নর্দার্ন টেরিটোরি এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া জুড়ে ভিন্ন ভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের উচ্চ ঝুঁকি রয়েছে।
অস্ট্রেলিয়া জুড়ে বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকায় কান্ট্রি ফায়ার অথরিটি বা CFA অস্ট্রেলীয়দেরকে এর জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।
CFA-এর চিফ অফিসার জেসন হেফারনান বলেন, প্রতিটি পরিবারেরই অবশ্যই একটি পরিকল্পনা থাকতে হবে।
মিস্টার হেফারনান বলেন, সবচেয়ে বড় ভুল হলো, আপনিও যে অগ্নিকাণ্ডের শিকার হতে পারেন, সেটা না ভাবা।
দেশ জুড়ে বিগত কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের ঘটনায়, জলবায়ু বিশেষজ্ঞরা বলেন, আরও বুশফায়ারের ঘটনা প্রতিহত করার জন্য সরকারকে অবশ্যই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের ক্লাইমেট অ্যান্ড এনার্জি প্রোগ্রামের ডাইরেক্টর রিচি মার্জিয়ান বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি বুশফায়ারের ঝুঁকি বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
মিস্টার মার্জিয়ান বলেন, সরকারকে অবশ্যই সমস্ত নতুন কয়লা ও গ্যাস প্রকল্প বন্ধ করতে হবে। তিনি মনে করেন, এগুলোর কারণে অস্ট্রেলীয়রা ঝুঁকিগ্রস্ত হচ্ছে।
বর্তমানে, অস্ট্রেলিয়ার ১১৪টি নতুন কয়লা এবং গ্যাস প্রকল্প পাইপলাইনে রয়েছে।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: