অস্ট্রেলিয়ার বুশফায়ার মৌসুম: ভলান্টিয়ার ফায়ার ফাইটার হিসেবে যোগ দিতে চান কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ

Volunteer fire fighters are seen on duty at Menai Rural Fire Service Station, in Sydney, Monday, April 16, 2018.

Volunteer fire fighters are seen on duty at Menai Rural Fire Service Station, in Sydney, Monday, April 16, 2018. Source: AAP Image/Brendan Esposito

কোভিড ১৯ মহামারীর শুরুর দিকে অস্ট্রেলিয়া বসবাস কারি আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল একদল যুবক। ফুড শেয়ারিং প্রজেক্ট নামের তাদের এই প্রয়াসটি প্রশংসিত হয়েছিল অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে। এবার তারা যোগ দিতে ইচ্ছুক ভলান্টিয়ার ফায়ার সার্ভিসে।


হাইলাইটস

  • এই তরুণদের স্বেচ্ছাসেবার কার্যক্রম নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে স্বীকৃতি দেওয়া হয়েছে।
  • ওই তরুণদের এক অংশ এখন অস্ট্রেলিয়ার বুশ ফায়ারে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে অগ্নিনির্বাপক দলে সেচ্ছাসেবক হিসাবে যোগ দেয়ার পরিকল্পনা করছেন।
  • ওই দলের একজন সংগঠক নোমান শামীম জানিয়েছেন তাদের এই অংশগ্রহণ করার পেছনের আগ্রহের কথা।
Al Noman Shamim
Al Noman Shamim, Chief Editor, Monthly Muktamancha Source: Noman Shamim


পুরো সাক্ষাৎকারটি বাংলায় শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন। 

আরো দেখুনঃ

Share