বুশ ফায়ার আক্রান্ত মানুষদের কাছে শুকনা খাবার তুলে দিচ্ছে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কমিউনিটি
Source: Supplied
ক্রিস্টমাস ক্যারোলে ফায়ার ওয়ার্কস না করে সেই অর্থ বুশফায়ার ও খরা ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে তুলে দিয়েছিলো ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল। ধারণা করা হচ্ছিলো এবার থার্টি ফার্স্ট নাইট এর ফায়ার ওয়ার্কস না করে সেই অর্থ তুলে দেয়া হবে ক্ষতিগ্রস্থদের হাতে। কিন্তু না ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল প্রথা অনুযায়ী এবার থার্টি ফার্স্ট নাইট এর ফায়ার ওয়ার্কস করার ব্যাপারে তাদের পূর্বের সিদ্ধান্ত বজায় রেখেছে। অন্যদিকে এই সিটি কাউন্সিলের বাঙালি কাউন্সিলর মাসুদ চৌধুরীর উদ্যোগে বুশ ফায়ার আক্রান্ত মানুষদের কাছে শুকনা খাবার তুলে দেয়ার জন্য মিন্টো মার্কেটে একটি সেন্টার খোলা হয়েছে। যেখানে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষেরা দান করছে শুকনা খাবার আর সেগুলো পৌঁছে দেয়া হচ্ছে আক্রান্ত পরিবারগুলোর কাছে। এস বি এস বাংলার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের বাঙালি কাউন্সিলর মাসুদ চৌধুরী। কাউন্সিলর মাসুদ চৌধুরীর সাক্ষাৎকারটি শুনতে উপরের লিঙ্ক টিতে ক্লিক করুন।
Share