নিউ সাউথ ওয়েলসের দুজন স্বেচ্ছাসেবী ফায়ার ফাইটার এক মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় মারা গেছেন

নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিসের দুজন কর্মী গতকাল বৃহস্পতিবার রাতে এক মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তারা সিডনির দক্ষিণপশ্চিমে বাক্সটন শহরের নিকটে একটি ট্রাক কনভয় করে যাচ্ছিলেন, যাত্রা পথে একটি গাছ তাদের সামনে পড়লে তাদের ট্রাকটি উল্টে গিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং এতে ঘটনাস্থলেই মারা যান জিওফ্রে কিটন (৩২) এবং অ্যান্ড্রু ও'ডওয়ের (৩৬ )। এই ঘটনায় আরো তিন জন আহত হন এবং তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

Geoffrey Keaton, 32, and Andrew O'Dwyer, 36, died fighting fires overnight.

Geoffrey Keaton, 32, and Andrew O'Dwyer, 36, died fighting fires overnight Source: Supplied

এই ঘটনায় নিহতদের পরিবার, কমুনিটির সদস্য এবং ফায়ার ফাইটিং কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুজনেরই ছোট বাচ্চা রয়েছে। 

জিওফ্রে কিটন ২০০৬ সালে নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন। এবং তিনি হোর্সলে পার্ক রুরাল ফায়ার ব্রিগেডের ডেপুটি ক্যাপ্টেন ছিলেন। তিনি এর আগে প্লাম্পটন ব্রিগেডে সদস্য ছিলেন। 

একই ব্রিগেডের সদস্য অ্যান্ড্রু ও'ডওয়ের যোগ দিয়েছিলেন ২০০৩ সালে। 

জিওফ ও তার পার্টনার জেসের পুত্র সন্তান হার্ভি, এবং কেন্দ্রেও ও তার পার্টনার মেলের কন্যা সন্তানের নাম চার্লোট। তাদের দুজনেরই বয়স ১৯ মাস এবং মাত্র দুদিনের ব্যবধানে জন্ম।
The firefighters died not far from this blaze in Buxton, south-west of Sydney.
The firefighters died not far from this blaze in Buxton, south-west of Sydney. Source: AAP
নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ার সার্ভিসের কমিশনার শেন ফিটজসিমন্স তাদের পরিবারের মানসিক অবস্থা সম্পর্কে বলেন, "এমন একটি মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ভীষণ শোকাগ্রস্ত এবং তারা চেষ্টা করছে এই ট্র্যাজিডি থেকে উত্তরণের।"

জিওফের বাবা জনও একজন ফায়ার ফাইটার এবং তিনি সিডনির উত্তর-পশ্চিমে গোসপার মাউন্টেইনে অগ্নিনির্বাপনের কাজ করছিলেন।

মিঃ ফিটজসিমন্স বলেন, কিটনের পরিবারের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার দীর্ঘ ঐতিহ্য আছে। 

"তারা কমিউনিটিতে দুজনেই বেশ সম্মানিত ছিলেন, একই ব্রিগেডে ঘনিষ্ট ভাবে কাজ করতেন, একসাথেই চলাফেরা করতেন।"

এদিকে এঘটনায় কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে। নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ার সার্ভিস ফেইসবুক পেজে অনেকেই তাদের মনোবেদনার কথা জানিয়েছেন। কেউ লিখেছেন "তারা সবসময় আমাদের হৃদয়ে থাকবেন, থাকবেন আমাদের স্মৃতিতে।"

একজন লিখেছেন "এটা সত্যিই হৃদয়বিদারক, এই ভাতৃপ্রতিম দুজন মানুষ কাজ করতে করতে মৃত্যুবরণ করলেন, এই ঘটনা আমার হৃদয়কে বিদ্ধ করেছে এবং সবসময়ই করবে।" 

আরো পড়ুন : 

Share
Published 20 December 2019 1:44pm
Presented by Shahan Alam
Source: SBS News

Share this with family and friends