নিউ সাউথ ওয়েলসের ভলান্টিয়ার ফায়ার ফাইটার চীনা-অস্ট্রেলিয়ানদের প্রতি সাইন আপ করার আহবান জানিয়েছেন

চাইনিজ-অস্ট্রেলিয়ান জ্যাক লিউ নিউ সাউথ ওয়েলসের বাহাত্তর হাজার রুরাল ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবীদের মধ্যে একজন। তিনি তার সম্প্রদায়ের আরও লোককে আগুন নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছায় সাইন আপ করার জন্য আহ্বান জানাচ্ছেন।

Jack Liu, a volunteer firefighter in Hornsby NSW

Jack Liu, a volunteer firefighter in Hornsby NSW Source: Jack Liu

নিউ সাউথ ওয়েলসে এক সপ্তাহ ধরে দাবানল চলছে, মানুষের মৃত্যু আর সম্পদের ক্ষয় ক্ষতিতে আর ঘরে বসে থাকতে পারলেন না সিডনির আইটি প্রকৌশলী জ্যাক লিউ; তিনি রুরাল ফায়ার ফাইটারদের কমলা রঙের ইউনিফর্মটি পরে অগ্নি নির্বাপনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
Jack Liu in Fire Safety Promotion
Jack Liu in Fire Safety Promotion Source: Jack Liu
জ্যাক রুরাল ফায়ার সার্ভিসের একজন স্বেচ্ছাসেবী, এই সার্ভিসের ৭০ ভাগই স্বেচ্ছাসেবী।

মঙ্গলবার নিউ সাউথ ওয়েলস জুড়ে দাবানল পরিস্থিতিকে 'ক্যাটাস্ট্রফিক' বা 'চরম বিপর্যয়কর' সংকেত বলে ঘোষণা করা হয়েছিল। এ সময় হর্নসবি রুরাল ফায়ার ব্রিগেডের স্বেচ্ছাসেবীরা সিডনির উত্তর তীরে দক্ষিণ তুরামুরায় সবেমাত্র আগুন নিয়ন্ত্রণে এনেছেন, আর তাদের এই কাজের কৃতজ্ঞতা স্বরূপ গুরু নানক তুরামুরার শিখ মন্দিরের সদস্যরা তাদের জন্য খাদ্য নিয়ে এসেছিলেন।
Volunteer firefighters from the Hornsby Rural Fire Service enjoy a home-cooked meal courtesy of the local Sikh temple.
Volunteer firefighters from the Hornsby Rural Fire Service enjoy a home-cooked meal courtesy of the local Sikh temple. Source: Hornsby Rural Fire Brigade
জ্যাক হর্নসবি ব্রিগেডের সাথে রয়েছেন এবং তিন বছর আগে যোগদানের পর থেকে বেশ কয়েকটি বাড়ির অগ্নি নির্বাপনে সাহায্য করে প্রচুর জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি এসবিএস ম্যান্ডারিনকে বলেন, "আমি বাড়ি থেকে কাজ করার সময় আরএফএস এপে (RFS App) নিজের স্টেটাসকে কেবল 'ইমার্জেন্সি অনলি'-তে সেট করেছি। তারা যদি জরুরি অবস্থা সম্পর্কে আমাকে অবহিত করে তবে আমি যে কোনও সময় তৈরী থাকবো"
জ্যাকের মতে, কখনও কখনও খুব বেশি স্বেচ্ছাসেবক ফায়ার ফাইটার সক্রিয় থাকে না।

তিনি বলেন যে তাঁর ব্রিগেডে সর্বমোট ৫৪ জন নিবন্ধিত স্বেচ্ছাসেবক রয়েছে এবং প্রতি বছর প্রায় ৩০জন কর্মী সক্রিয় রয়েছে।

আগুনের মৌসুম ইতিমধ্যে রাজ্য জুড়ে মারাত্মক বিপদজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায়, জ্যাক অস্ট্রেলিয়ায় চীনা জনগণকে এই জাতীয় স্বেচ্ছাসেবক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

"আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে আমাদের চীনা সম্প্রদায় এই বিষয়ে আরো উদ্যোগী হতে পারে।"

তাঁর মতে, স্বেচ্ছাসেবা অস্ট্রেলিয়ান সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বিষয়।

কীভাবে স্বেচ্ছাসেবক ফায়ার ফাইটার হয়ে উঠবেন?

সম্ভবত অনেক লোক অগ্নি নির্বাপনের উচ্চ ঝুঁকিতে উদ্বিগ্ন, যা কখনও কখনও প্রাণঘাতীও হতে পারে।

তবে জ্যাক ব্যাখ্যা করেন যে, সরঞ্জাম ও অগ্নি নির্বাপনের প্রক্রিয়াগুলি আরও উন্নত হওয়ার কারণে ফায়ার ফাইটারদের হতাহত হওয়ার ঘটনা খুব বিরল।

"আরএফএসে আমার প্রথম প্রশিক্ষণ সেশনটি ছিল নিজের নিরাপত্তা বিষয়ে।"

প্রতিটি ফায়ার ফাইটার অধিনায়কের নির্দেশনা ও ব্যবস্থা অনুসরণ করার পাশাপাশি সচেতন থাকার প্রশিক্ষণ পেয়ে থাকে।

"সেখানে কি আগুন নেমে আসছে? কোন গাছ কি পড়ছে? উপরে কি একটি খুঁটি দেখা যাচ্ছে? কোন পাথর কি নীচে গড়িয়ে পড়ছে? যদি কোন বিপদ আঁচ করা যায় তবে তা জোরে চেঁচিয়ে শুনিয়ে নিশ্চিত করতে হবে যে এটি প্রতিটি দলের সদস্য শুনতে পেয়েছে।"

সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্যাপ্টেন যখন একটি স্থানকে "ডেডম্যান জোন" ঘোষণা করবেন এবং তখন কর্মীদের এমন কোনও অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

যোগ্য স্বেচ্ছাসেবক ফায়ার ফাইটার হওয়ার জন্য, নিয়মিত প্রশিক্ষণও বাধ্যতামূলক।
Jack Liu in operation
Jack Liu in an operation (first from the right). Source: Hornsby Rural Fire Brigade Facebook
ফায়ার ফাইটার হতে হলে এসেসমেন্ট পাশ করতে হয় যা খুব কঠিন নয়, যেটা ব্যাপার তা হলো স্বেচ্ছাসেবী হতে গেলে যে সময়টা দরকার তা দেওয়া।

অফিস কর্মী জ্যাক পরিবার থেকে সমর্থন পেয়ে থাকেন, আর এটা খুব প্রয়োজন, কারণ স্বেচ্ছাসেবীর কাজে উইকএন্ডে তার অনেক সময় চলে যায় ।

"আমি নিজের থেকেই শুরু করব যাতে চীনাদের ইতিবাচক দিকটি স্থানীয় সম্প্রদায় দেখতে এবং অনুভব করতে পারে।"

সর্বশেষ আপডেট এবং বর্তমান সতর্কতা স্তরের জন্য দয়া করে নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ার সার্ভিসের ওয়েবসাইটটি দেখুন।

কোথাও আগুন লাগলে ইমার্জেন্সি নাম্বার 000 তে ফোন করুন  

আমরা বাংলাভাষী অস্ট্রেলিয়ান ভলান্টিয়ার ফায়ার ফাইটারদের কথাও শুনতে চাই। আমাদের সাথে যোগাযোগ করুন এসবিএস বাংলার ফেইসবুক পেইজে


Share
Published 15 November 2019 3:53pm
Updated 12 August 2022 3:23pm
By Wei Wang, Helen Chen
Presented by Shahan Alam
Source: SBS Mandarin


Share this with family and friends