অস্ট্রেলিয়ায় বাংলাদেশী সম্প্রদায় একটু ভিন্ন রকম

Australia and Bangladesh flags.

পশ্চিমা-ধারার উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া প্রথম দেশ যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো Source: AAP

‘প্রাসঙ্গিক ভাবনা’র আজকের বিষয়: অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ কতোটা যুক্তিযুক্ত? অন্যদিকে, বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এসব নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ায় বিএনপির আহ্বায়ক, প্রকৌশলী ড. হুমায়ের চৌধুরী রানা।


‘প্রাসঙ্গিক ভাবনা’য় এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার বিএনপির আহ্বায়ক, প্রকৌশলী ড. হুমায়ের চৌধরী রানা।

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন,

“এটা অনেক স্ট্রং, পজিটিভ দিক। আমাদের কমিউনিটি এখানে অনেক বড় হয়ে উঠেছে।”

অন্যান্য দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশী কমিউনিটি একটু ভিন্ন রকম, বলেন তিনি।

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাঙালিদের অনেকেই স্থান করে নিয়েছেন। বিষয়টি প্রশংসনীয় বলে মনে করেন ড. রানা।

“আমার মনে হয় এই মেইনস্ট্রিম রাজনীতিতে আমাদের এই নেক্সট জেনারেশনকে আরও ইন্সপায়ারেশন দেওয়া দরকার।... কারণ, এন্ড অফ দি ডে, আমি মনে করি, এরাই পারবে এই অস্ট্রেলিয়ার রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠতে।”

বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এ প্রসঙ্গে তিনি বলেন,

“এই প্রশ্নটা সবাই করে থাকেন। আমরা দেশে গেলে দেশের আত্মীয়-স্বজনরাও করে থাকেন। ... বাংলাদেশের মানুষ পলিটিক্যালি খুবই সেনসিটিভ, খুবই সচেতন।”

তার মতে, বাংলাদেশীদের মধ্যে রাজনৈতিক প্রণোদনা রয়েছে। তারাই যখন এ দেশে আসে, তখন সেই প্রেরণা থেকে রাজনীতির চর্চা করতে চায়, বলেন তিনি।
Engineer Mr Homayer Chowdhury Rana, the Convenor of Bangladesh Nationalist Party (BNP), Australia.
Engineer Mr Homayer Chowdhury Rana, the Convenor of Bangladesh Nationalist Party (BNP), Australia. Source: Supplied
ড. হুমায়ের চৌধরী রানার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share