" বাংলাদেশী মেয়েদের ক্রিকেট খেলাকে পেশা হিসেবে বেছে নেয়ার সুযোগ আছে "

Bangladesh Women's Cricket Team, Jannatul Ferdous Sumana

Jannatul Ferdous Sumana Source: Supplied

বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড় এবং বিকেএসপি মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস সুমনা বর্তমানে অস্ট্রেলিয়া সফর করছেন। তিনি সিডনিতে সিডনি ক্রিকেটে টিমে খেলবেন এবং ক্রিকেটের ওপর উচ্চতর প্রশিক্ষণ নেবেন। তার খেলোয়াড়ি জীবন এবং ক্রিকেট ভাবনা নিয়ে কথা বলেছেন এসবিএসের সাথে।


মিস জান্নাতুলে ফেরদৌস বলেন, ছোটবেলা থেকেই তার খেলাধুলার প্রতি আকর্ষণ।

তার দৃষ্টিতে "বাংলাদেশ ওইমেন্স ক্রিকেট টীম দিন দিন উন্নতি করছে। হয়তো শীঘ্রই আমাদের ওইমেন্স টিম ছেলেদের আগেই ওয়ার্ল্ড কাপ জিতবে।"

"বাংলাদেশের অনেক মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসছে। খেলাধুলা নারী-পুরুষ সবার জন্যই ভালো।"

বাংলাদেশের মত রক্ষণশীল পরিবেশ মেয়েদের খেলাধুলার জন্য কতটুকু সহায়ক, এই প্রশ্নের জবাবে জান্নাত বলেন, " কিছু জায়গায় হয়তো প্রতিবন্ধকতা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মনোভাব আগের চেয়ে ইতিবাচক।"

তিনি বলেন, " আমাদের নারী ক্রিকেটাররা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চেয়ে দক্ষতায় খুব বেশি পিছিয়ে নেই; তবে ওদের খেলার পরিবেশ এবং সুযোগ সুবিধা অনেক ভালো।"

পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন 

 


Share