মিস জান্নাতুলে ফেরদৌস বলেন, ছোটবেলা থেকেই তার খেলাধুলার প্রতি আকর্ষণ।
তার দৃষ্টিতে "বাংলাদেশ ওইমেন্স ক্রিকেট টীম দিন দিন উন্নতি করছে। হয়তো শীঘ্রই আমাদের ওইমেন্স টিম ছেলেদের আগেই ওয়ার্ল্ড কাপ জিতবে।"
"বাংলাদেশের অনেক মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসছে। খেলাধুলা নারী-পুরুষ সবার জন্যই ভালো।"
আরো পড়ুন:
T20 World Cup CEO expects spectacular events with diverse Australian crowd
বৈচিত্রপূর্ণ অস্ট্রেলিয়ান দর্শকরাই টুর্নামেন্ট মাতিয়ে রাখবে বলে টি-টোয়েন্টি বিশ্বকাপ সিইওর প্রত্যাশা
বাংলাদেশের মত রক্ষণশীল পরিবেশ মেয়েদের খেলাধুলার জন্য কতটুকু সহায়ক, এই প্রশ্নের জবাবে জান্নাত বলেন, " কিছু জায়গায় হয়তো প্রতিবন্ধকতা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মনোভাব আগের চেয়ে ইতিবাচক।"
তিনি বলেন, " আমাদের নারী ক্রিকেটাররা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চেয়ে দক্ষতায় খুব বেশি পিছিয়ে নেই; তবে ওদের খেলার পরিবেশ এবং সুযোগ সুবিধা অনেক ভালো।"
পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন