মিঃ সালাহউদ্দিন আহমেদ বলেন, রোহিংগাদের বিশাল জমায়েত এবং বিক্ষোভের ঘটনা এই অঞ্চলের জন্য হুমকি। তার ধারণা , জটিল পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ তাদের উস্কে দিচ্ছে।
" বাংলাদেশ রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য দেশগুলোকে সম্পৃক্ত করতে খানিকটা ব্যর্থ হয়েছে।""তুলনামূলকভাবে মিয়ানমার কূটনৈতিক যোগাযোগে বাংলাদেশের চেয়ে এগিয়ে।"
Salahuddin Ahmed Source: Salahuddin Ahmed
আরও পড়ুন:
মিঃ মহসিন হাবিব বলেন, রোহিঙ্গারা তাদের বাসভুমিতে ফিরে যাবার আগে নাগরিকত্বসহ অন্যান্য অধিকারের নিশ্চয়তা চায়।
Mohshin Habib Source: Supplied
তারা মিয়ানমারে ফিরে গেলে কর্তৃপক্ষ তাদেরকে ইন্টার্নাল ডিসপ্লেসমেন্ট ক্যাম্প বা IDC-তে রাখবে উল্লেখ করে মিঃ মহসিন বলেন, " ওই ক্যাম্পগুলো তাদের সেনাদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের কোন অধিকার নেই, শুধু কিছু খাদ্য দেয়া হয়, তাদের সামাজিকতার কোন উপায় নেই, সেখান থেকে বের হবার উপায় নেই, কোন পড়াশোনার সুযোগ নেই; আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো এসেছে।"
পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন