কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন

Marise Payne's Bangladesh visit (File photo)

Marise Payne's Bangladesh visit (File photo) Source: Facebook/Senator Marise Payne

সম্প্রতি তিনদিনের সফরে বাংলাদেশে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং নারী বিষয়কমন্ত্রী সিনেটর ম্যারিস পেইন। গত ২১ বছরে কোন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রীর এটাই বাংলাদেশ সফর। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ডঃ মোমেনের সাথেও সাক্ষাৎ করেন।


রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া ভূমিকা রাখবে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন।তিনি অস্ট্রেলিয়া সরকারের অনুদানে পরিচালিত বেশ কয়েকটি শিশু শিক্ষা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
রোহিঙ্গা শিবির পরিদর্শন কালে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন।

ম্যারিস পেইন ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের এক সমুদ্র গবেষণা বিষয়ক সেমিনারে অংশ নেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ মোমেন তার সাথে সাক্ষাৎকালে বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভিসা অফিস স্থানান্তরের পাশাপাশি বাংলাদেশের বিমানবন্দরগুলোতে এয়ার কার্গো নিরাপত্তা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানান। জবাবে ম্যারিস পেইন বাংলাদেশের অনুরোধ বিবেচনা করবে বলে জানান।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং নারী বিষয়কমন্ত্রী ম্যারিস পেইন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।


পুরো অডিওটি বাংলায় শুনতে ওপরের ছবিতে ক্লিক করুন


Share