আওয়ামী লীগ অস্ট্রেলিয়া কোনো রাজনৈতিক সংগঠন নয়

Australia and Bangladesh flags.

পশ্চিমা-ধারার উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া প্রথম দেশ যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো Source: AAP

‘প্রাসঙ্গিক ভাবনা’র আজকের বিষয়: অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ কতোটা যুক্তিযুক্ত? অন্যদিকে, বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এসব নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি, সমাজসেবক এবং আইনজীবি সিরাজুল হক।


‘প্রাসঙ্গিক ভাবনা’য় এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ সিরাজুল হক।

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, এশিয়ান পটভূমির লোকজন এমনিতেই রাজনীতি সচেতন।

তিনি চান অস্ট্রেলিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত ছেলে-মেয়েরা যেন মূলধারার রাজনীতিতে অংশ নেয়।

“আমাদের ছেলে-মেয়েরা বা আমাদের আগামী প্রজন্ম যাতে এই মেইনস্ট্রিম কমিউনিটিতে ঢুকে এবং এদেশের নেতৃত্বে আসতে পারে সেটা অবশ্যই আমি চাই। তারা এই রাজনীতিতে আসুক যেখানে সুস্থ ধারার রাজনীতি বিরাজমান রয়েছে।”

বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এ প্রসঙ্গে তিনি বলেন,

“বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া গঠিত হয়েছে ১৯৯৭ সালে। এটি রাজনৈতিক দল নয়, এটি একটি সামাজিক সংগঠন। সেই ১৯৯৭ সাল থেকে একদিনও তো আমি রাজনীতি করি নি।”

তিনি আরও বলেন,

“আমরা কালচারটিকে জিঁইয়ে রেখেছি, বাংলাদেশের রাজনৈতিক কালচার।”

Mr Sirajul Haque, President of Bangladesh Awami League, Australia.
Mr Sirajul Haque, President of Bangladesh Awami League, Australia. Source: Supplied


সিরাজুল হকের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share